Scores

অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

উইন্ডিজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার (১৫ জুন) প্রথমবারের মতো টনটনে অনুশীলন করেছে বাংলাদেশ। কিন্তু অনুশীলনেই বড় দুশ্চিন্তায় পড়েছে দল। কারণ অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।

বৃষ্টির কারণে গত ২ দিন মাঠে অনুশীলন করতে নামতে পারেনি বাংলাদেশ দল। শনিবার টনটনের স্থানীয় সময় সকাল ১০টায় সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে টাইগাররা। অনুশীলনেই নেমেই দুঃসংবাদ হয়ে আসলো দলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান মুশফিকের চোট। অনুশীলন শুরুর প্রায় ২০ মিনিট পরেই মাঠ থেকে বের যান তিনি।

Also Read - বাংলাদেশের র‍্যাংকিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ক্রিকেট অঙ্গন


নেটে তিনি ব্যাটিং করার সময় বল করছিলেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের ১টি বল এসে আঘাত হানে মুশফিকের হাতে। ব্যাথা পাওয়ার পর আর অনুশীলন করতে পারেননি তিনি। চোট পাওয়ার পরেরি তাকে মাঠের বাইরে চলে যেতে দেখা যায়। এই ডানহাতি ব্যাটসম্যানের চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনো নিশ্চিত না হওয়া যায়নি।

শনিবারের অনুশীলনে উপস্থিত ছিলেন দলের সকল খেলোয়াড়। ফুটবল খেলা দিয়ে অনুশীলনের শুরুটা করেছিল বাংলাদেশ। ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। মুস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজের সাথে নেটে বোলিং করছিলেন স্থানীয় বোলাররা।

প্রসঙ্গত, বাংলাদেশের পরবর্তী ম্যাচ উইন্ডিজের বিপক্ষে। আগামী সোমবার (১৭ জুন) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। গত ৪ ম্যাচে ১ জয়, ২ হার ও বৃষ্টিতে এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ মোট পয়েন্ট এখন ৩।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক