Scores

অনুশীলনে চোট পেয়েছেন তামিম

আর ২ দিন পরই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অথচ এই ম্যাচের আগেই দল পেল দুঃসংবাদ। ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিকালে চোট পেয়েছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।

 

অনুশীলনে চোট পেয়েছেন তামিম

Also Read - ক্যারিবীয় পেসে লণ্ডভণ্ড পাকিস্তানের ব্যাটিং


২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের কেনিংটন ওভালে। শুক্রবার (৩১ মে) ঐ ভেন্যুতেই অনুশীলন করছিল দল। এ সময় তামিম হাতে ব্যথা পান।

চোট পাওয়ার পরপরই তামিম অনুশীলন থেকে চলে যান। তার চোট গুরুতর কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও তামিমের চোট নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনো।

শুক্রবার সতীর্থদের সাথে ওভালে অনুশীলন করছিলেন তামিম। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় তার বাঁ হাতে এসে বল আঘাত করে। চোট পাওয়ার পর তিনি মাঠ ছেড়ে চলে যান।

তামিমের চোটের অবস্থা জানতে হলে অপেক্ষা করতে হবে এমআরআই প্রতিবেদনের জন্য। বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাতেই তামিমের চোট পাওয়া হাতে এমআরআই করানোর কথা রয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচে এই বাঁহাতি ওপেনার খেলতে পারবেন কি না।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে চোট। মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের চোট সেরে উঠলেও এখনো চোটের সাথে লড়ে যাচ্ছেন অধিনায়ক ও দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। এবার চোটগ্রস্তদের তালিকায় নতুন করে যুক্ত হল তামিমের নাম।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’