Scores

অনুশীলনে ছেলে একা, তাই ব্যাটিং করলেন মা

পল্টন ময়দানে রোজ সকালে ক্রিকেট অনুশীলন করে মাদরাসা ছাত্র শেখ ইয়ামিন সিনান। কবি নজরুল একাডেমির হয়ে ক্রিকেট ক্লাস করা এই ১১ বছর বয়সী বালক প্রতিদিনের মত শুক্রবারও (১১ সেপ্টেম্বর) এসেছিল ক্রিকেটের টানে। কিন্তু এসে দেখল, শিক্ষক বা সতীর্থ কেউই তখনো আসেননি।

অনুশীলনে ছেলে একা, তাই ব্যাটিং করলেন মা
মা-ছেলের যুগলবন্দী ক্রিকেট সাড়া ফেলেছে ক্রিকেট অঙ্গনে। ছবি : ফিরোজ আহমেদ

সাতসকালে সতীর্থ-সহপাঠীদের না পেয়ে ছোট্ট সিনানের হয়ত মন খারাপ হয়েছিল। তখন সিনানের সঙ্গী শুধু মা ঝর্না আক্তার। মাদরাসাছাত্র ছেলের গায়ে পাঞ্জাবি, মা এসেছেন বোরকা পরে। ছেলেকে সঙ্গ দিতে বোরকা পরেই নেমে গেলেন ব্যাট হাতে। ছেলে মনের আনন্দে স্পিন বোলিং করছে, মাকে পরাস্ত করছে, করছে উল্লাস। বিরল ও মনোমুগ্ধকর এই দৃশ্য ধরা পড়েছে ফটো সাংবাদিক ফিরোজ আহমেদের ক্যামেরায়।

Also Read - শেষমুহূর্তে শ্রীলঙ্কা সফর নিয়ে টানাপোড়েনে বিসিবি


ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ে। আলোচনায় আসেন সিনান ও তার মা ঝর্না আক্তার। দুইজনের ক্রিকেট অনুশীলনের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। শুধু ব্যাটিংই নন, ছেলের অনুশীলনে সহায়তা করতে মা ঝর্না আক্তারকে বল ছুঁড়তেও দেখা যায়।

 

View this post on Instagram

 

Yes, Mothers can do everything! 🥰💞 📸 Firoz Ahmed

A post shared by bdcrictime.com (@bdcrictime) on

শুধু বাংলাদেশই নয়, সিনান ও তার মায়ের খেলার এই চিত্র ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। হৃদয়স্পর্শী নানা মন্তব্যে ছেয়ে আছে ফেসবুক, টুইটারের মত জনপ্রিয় সোশ্যাল সাইটগুলো।

আরও পড়ুন  শেষমুহূর্তে শ্রীলঙ্কা সফর নিয়ে টানাপোড়েনে বিসিবি

[আক্ষরিক অর্থে বলা যায়, ‘শেষ হয়ে হইল না শেষ’! করোনার পর ক্রিকেটীয় প্রত্যাবর্তনটা ঠিক জুতসই হচ্ছে না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্তবিস্তারিত]

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ফিটনেস পরীক্ষায় পাশ করে খেলতে হবে টি-টোয়েন্টি কাপ

ছাক্কা হাঁকিয়ে গাড়ির কাঁচ ভাঙলেন তামিম

সাকিব ছন্দে ফিরতে সময় নেবে না : নান্নু

কোহলি-স্টোকসদের পথে আফিফ-আকবরদের হাঁটাতে চান র‍্যাডফোর্ড

লাইভে আসছেন সাকিব, উত্তর দিবেন ১০ জন কমেন্টকারীর