Scores

অনুশীলনে ফিরছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

করোনা ভাইরাস আঘাত আনার পর এই প্রথম মাঠে নামছেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। এই সপ্তাহে আরম্ভ হবে  কিউই ক্রিকেটারদের অনুশীলন।

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হলো ভারত

বিশ্বের সব দেশের মতো করোনাভাইরাস আঘাত এনেছিল নিউজিল্যান্ডেও। তবে কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনা জয়ের কথা জানিয়েছেন। ইতোমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাপন। আর এখানে পিছিয়ে নেই দেশটির ক্রিকেটও। পুরো বিশ্ব যেখানে করোনা ভাইরাস মোকাবিলা করতে হিমশিম খেতে হচ্ছে সেখানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও।

Also Read - 'হুট করে দলে ডাক পেয়ে ভালো করা সহজ বিষয় না'


নিউজিল্যান্ড ক্রিকেটারদের অনুশীলনে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে জানায় লিনকনের হাই পারফরম্যান্স সেন্টারে দলটির টপ ক্রিকেটারদের নিয়ে ছয় ভাগে শুরু হচ্ছে ক্যাম্প। হাই পারফরম্যান্স সেন্টারের পাশাপাশি ক্যাম্প আরম্ভ হবে মাউন্ট মাউংগানুইতেও।

অন্যদিকে পুরুষ দলের ক্রিকেটারদের পাশাপাশি ক্যাম্প হবে নিউজিল্যান্ড নারী দলের ক্রিকেটারদের নিয়েও। ইতোমধ্যে নারী দলের বেশ কয়েকজনও যোগ দিয়েছেন হাই পারফরম্যান্স সেন্টারের ক্যাম্পে। এই সপ্তাহেই আরম্ভ হবে ক্যাম্প।

অন্যদিকে করোনা ভাইরাসের থাবার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যান্য ক্রিকেট দেশের তুলনায় ম্যাচ আয়োজনে এগিয়ে আছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অ্যান্ডারসন-ব্রডের বোলিং তোপে কাঁপছে পাকিস্তান

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা