Scores

অনুশীলনে ফিরলেও ভাবনায় নেই শ্রীলঙ্কা সফর

অবশেষে ক্রিকেটারদের অনুশীলনে ফেরায় সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দলগত বা ঐক্যবদ্ধ হয়ে অনুশীলন করতে পারবেন না ক্রিকেটাররা। এককভাবে অনুশীলনের সুযোগ দিলেও এখনই খেলায় ফেরার কথা ভাবছে না বিসিবি। আসন্ন শ্রীলঙ্কা সফরও ভাবনায় নেই বোর্ডের।

বাংলাদেশ ক্রিকেট ও একজন আকরাম খান

বিশ্বব্যাপী করোনার প্রকোপ অব্যাহত রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ লাখ। মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। তবে বিশ্বজুড়ে কোভিড-১৯ প্রভাব বিস্তার করলেও শ্রীলঙ্কা খুব বেশি সুবিধা করতে দেয়নি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা সর্বসাকুল্য ১৮০০ এর মত।

Also Read - ওয়াসিমের সাজানো সেরাদের তালিকায় শচীন সবার শেষে!

এমতাবস্থায় প্রায় স্বাভাবিক হয়ে গেছে সেখানকার জীবনযাপন। এরই মধ্যে নিজেদের ফিট রাখতে অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানরা ক্রিকেটে ফেরাতেই ভাবনার পরিধি বড় করতে হচ্ছে বাংলাদেশকে। আগামী মাস অর্থাৎ জুলাইয়ে দিমুথ করুনারত্নের দলের বিপক্ষে মাঠে নামার কথা আছে টাইগারদের।

তবে এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলেনি বিসিবি। শেষপর্যন্ত খেলতে যাবে নাকি আপাতত স্থগিত রাখবে তা পরিষ্কার করেনি টাইগার বোর্ড। এদিকে নিজেদের ক্রিকেটারদেরও অনুশীলনে ফেরার ব্যাপারে সম্মতি দিয়েছে বিসিবি। যেখানে এককভাবে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।

এর পর থেকে আবার ঘুরেফিরে আসছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। তবে কি এই সফরকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিল বিসিবি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলছেন, শ্রীলঙ্কা সফর নিয়ে আপাতত ভাবনা নেই বোর্ডের।

এ প্রসঙ্গে আকরাম জানান, ‘শ্রীলঙ্কা সফর নিয়ে আমাদের তেমন কোনো ভাবনা নেই। আমরা শুধু দীর্ঘদিন ধরে বাসায় আটকে থাকা ক্রিকেটারদের একটু খোলা মাঠে ট্রেনিংয়ের সুযোগ করে দিচ্ছি। এর সাথে শ্রীলঙ্কা সফরের সম্পর্ক নেই। আমি তো আগেই বলেছি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া টেস্ট সিরিজ খেলা আমাদের পক্ষে সম্ভব নয়।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলের বাকি অংশের এনওসি পাবেন সাকিব-মুস্তাফিজ

অস্ট্রেলিয়া সিরিজে প্রিন্সকে পাচ্ছে না বাংলাদেশ

পেছাচ্ছে না অস্ট্রেলিয়া সিরিজ, নির্ধারিত সূচিতেই হবে খেলা

আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, ‘২’ দিনের কোয়ারেন্টিন

ব্যবসা করি নিজের ইচ্ছায়, সমালোচনা কেয়ার করি না : আকরাম