SCORE

সর্বশেষ

অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের অন্যতম মূল অস্ত্র ও সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ঊরুর পেশির চোট কাটিয়ে বুধবার থেকে আবারো ফিরেছেন অনুশীলনে।

এসেক্স অভিষেকের অপেক্ষায় তামিম

সীমিত ওভারের মূল সিরিজের আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে সফরের একমাত্র ৫০-ওভারের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা থাকলেও সীমিত ওভারের লড়াইয়ের শুরু থেকে তামিম ইকবাল একাদশে ফিরছেন তা এক প্রকার নিশ্চিত হয়ে গেল।

Also Read - বোলারদের রাজত্বের পর ব্যাটসম্যানদের আধিপত্য

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচে খেলার সময় রান নিতে গিয়ে বাঁ-পায়ের পেশিতে চোট পান বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। এরপর আর ঐ ম্যাচে খেলতে পারেননি তিনি। এরপর পুরোদমে সেরে উঠার আগে আবারো পচেফস্ট্রুম টেস্টে খেলতে নামেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় দুর্ভাগ্যবশত আবারো একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন তিনি। যার ফলে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে ছিটকে যান তিনি।

স্থানীয় একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে জানা যায় ওয়ানডে সিরিজের জন্যও অনিশ্চিত তামিম। তবে বাংলাদেশ দলের ফিজিও জানান ওয়ানডে সিরিজের আগেই সেরে উঠবেন তিনি। অবশেষে থিহান চন্দ্রমোহনের কথাই সত্য হলো।

নির্দিষ্ট সময়ের আগেই ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান বুধবার থেকে আবারো অনুশীলনে ফিরেছেন। প্রথম দিনের অনুশীলনে নেটে ব্যাট করার পাশাপাশি ফিজিও থিহানের সাথেও ওয়ার্ম-আপ সেশনে ঘাম ঝড়াতে দেখা যায় তাঁকে।

চোট কাটিয়ে অনুশীলনে ফেরা তামিম ইকবাল আগের চেয়ে ভালো অনুভব করছেন নিশ্চিত করে দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে জানান, “ও আজ নেটে প্রথম ব্যাটিং করলো। কালকের প্রস্তুতি ম্যাচে ওর খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কাল সকালে মাঠে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, ওয়ানডে সিরিজের শুরু থেকেই খেলতে পারবে।”  

Related Articles

কোহলিকে অভিনন্দন জানিয়ে তামিমের টুইট

কাউন্টিতে খেলবেন বাংলাদেশিরা!

“ভালো করার স্পৃহা থাকতে হবে”

এশিয়া কাপে তামিমের ‘প্রথম লক্ষ্য’ দ্বিতীয় রাউন্ড

‘সঙ্গীহীনতা’য় হতাশ নন তামিম