Scores

অনুশীলনে ফিরেই করুণারত্নের ‘হিট স্ট্রোক’

করোনাভাইরাসের ভীতি কাটিয়ে গত সোমবার (১ জুন) অনুশীলনে ফেরে শ্রীলঙ্কা দলের একাংশ। দ্বিতীয় দিনেই দুঃসংবাদ শুনতে হয় শ্রীলঙ্কাকে। দলটির ওয়ানডে ও টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে হিট স্ট্রোক করেন। অতিরিক্ত গরমে তিনি এই দুর্ঘটনার শিকার হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে নিশ্চিত করা হয়েছে।

অনুশীলনে ফিরেই করুণারত্নের হিট স্ট্রোক

মে-জুন মাসে দক্ষিণ এশিয়ায় গরমের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকে। এই সময়ে অনুশীলনে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কলম্বোতে মাঠে অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে। করুণারত্নেকে সাথে সাথেই নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কান মন্ত্রণালয়ের অধীন হিউম্যান পারফরম্যান্স ল্যাবরেটরি হাসপাতালে। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা- নিরিক্ষা করা হয়।

Also Read - নিউজিল্যান্ডে চলে যাক আসন্ন টি-২০ বিশ্বকাপ!


তারপর জানানো হয়েছে, অতিরিক্ত গরমের কাছে এই দুর্ঘটনা ঘটলেও করুণারত্নের আর কোনো শারিরীক সমস্যা নেই। সেরে ওঠার পর আবার অনুশীলনেও ফিরেছেন লঙ্কান অধিনায়ক।

‘পূর্ব সতর্কতা অবলম্বন করেই এসব পরীক্ষা- নিরিক্ষা করা হয়েছে এবং তার সকল রিপোর্ট স্বাভাবিক আছে। এছাড়া তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তখন সেরে ওঠার পরেই মাঠে চলে গিয়েছেন। তারপরে আবার অনুশীলনেও অংশ নিয়েছেন,’ করুণারত্নের বর্তমান অবস্থা সম্পর্কে স্বাস্থ্যকর্মী জানিয়েছেন।

১৩ জন ক্রিকেটারকে নিয়ে গত ১ জুন অনুশীলন শুরু করে শ্রীলঙ্কা। এই বহরটাতে বেশির ভাগই বোলারদের ডাকা হয়েছে এবং যারা তিন সংস্করণের দলেই নিয়মিত খেলেন তাদেরকে নিয়েই এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। প্রথম দফায় ১২ হবে এই অনুশীলন ক্যাম্প। অনুশীলনের দিনগুলিতে হোটেল ও অনুশীলন মাঠের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। ক্রিকেটারদের নিরাপত্তার জন্যই এই বিধিনিষেধ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ

সাড়ে ‘৫’ বছর পর টি-টোয়েন্টি দলে ওকস

ভারতকে কটাক্ষ : শঙ্কায় ম্যাককালাম-মরগানের আইপিএল ভবিষ্যৎ

লুঙ্গি-নরকিয়ার তোপে ‘১০০’ রানও করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

ভারতের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, নেতৃত্বে ধাওয়ান