Scores

অনুশীলনে ফিরেছেন সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাওয়া চোট কাটিয়ে শনিবার (১৫ জুন) অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাকিবের নেটে ফেরা সুস্থতাই নির্দেশ করছে।

অনুশীলনে ফিরেছেন সাকিব

গত ৮ জুন কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার সময় পাওয়া এই চোটে সাকিব খেলতে পারতেন না ১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও। যদিও বৃষ্টির কারণে ঐ ম্যাচে টসই সম্পন্ন হয়নি।

Also Read - অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক


উইন্ডিজের বিপক্ষে সোমবারের (১৭ জুন) ম্যাচকে সামনে রেখে শনিবার (১৫ জুন) টনটনে অনুশীলন করে টাইগাররা। শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলন করতে না পারলেও এদিন সাকিব ফুরফুরে মেজাজেই নেমেছিলেন নেটে। স্বাভাবিক অনুশীলনের পাশাপাশি ব্যাট হাতেও নেটে পরিশ্রম করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে দল হেরে গেলেও সাকিব ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ঐ ম্যাচে সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের মঞ্চে শতক হাঁকান, যা বিশ্বকাপে তার প্রথম শতক। টাইগাররা পরাজিত দলের আসনে থাকলেও সাকিবের লড়াকু পারফরম্যান্স কুড়িয়ে নিয়েছিল প্রশংসা। তবে সেই ইনিংস গড়ার পথেই যে চোট বাঁধাবেন, সেটি ভুলেও অনুমান করেননি দেশের কোনো ক্রিকেট সমর্থক।

অনুশীলনে ফিরেছেন সাকিব

চোট পাওয়ার পর সাকিবকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়। এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই অবশ্য বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার মাঠে ফিরতে পেরেছেন।

প্রসঙ্গত, ১৭ জুন টনটনে উইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলে দুই দলই ১টি জয়, ২টি পরাজয় ও ১টি পণ্ড হওয়া ম্যাচের সাক্ষী হয়েছে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

বিশ্বসেরা একাদশে ভাইয়ের সাথে নিজেকেও রাখলেন আকমল

ভারত সফরের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মার্করাম

কঠিন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠাণ্ডা রাখেন ধোনি?