Scores

“অনেক আশা নিয়ে দেশ ছাড়ছি”

বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বুধবার (১ মে) দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। দীর্ঘ এই সফরকে সামনে রেখে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

“অনেক আশা নিয়ে দেশ ছাড়ছি”

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এমিরেটসের একটি ফ্লাইটে চড়ে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেন জাতীয় দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা। এ সময় বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় ছবি তুলে তা আপলোড করে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে সবার কাছে দোয়া চান পেসার মুস্তাফিজুর রহমান।

Also Read - দীর্ঘ মিশনের আগে কী বলছেন ফিটনেস গুরু?


 

সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনদের সাথে ছবি সংযুক্ত করে মুস্তাফিজ লিখেন-

‘আমরা অনেক আশা নিয়ে দেশ ছাড়ছি। ইনশাআল্লাহ্‌, আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আপনাদের প্রার্থনায় আমাদের স্মরণ করবেন।’


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে মুস্তাফিজ দলের অন্যতম বড় অস্ত্র হলেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তার সব ম্যাচ খেলার সম্ভাবনা কমই বলা চলে। সর্বশেষ চোটের কারণে এই পেসার রয়েছেন সতর্ক অবস্থানে। ত্রিদেশীয় সিরিজে তাকে যাতে বেশি চাপ নিতে না হয় সেজন্য স্কোয়াডে রাখা হয়েছে তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে।

 

প্রসঙ্গত, ৭ মে ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, যে সিরিজ শুরু হবে ৫ মে। বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩০ মে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস

হারিয়ে ফেলা বিশ্বকাপের মেডেল খুঁজে পেয়েছেন আর্চার!