নাফের ভালো ব্যাট না থাকায় তাকে ব্যাট উপহার দিলেন আফিফ
আফিফ হোসেনের থেকে উপহার পাওয়া ব্যাট দিয়ে ম্যাচ খেললেন পাকিস্তানি তরুণ ব্যাটার খাজা নাফে। ম্যাচে শেষে নিজের খুশিও ভাগাভাগি করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রকাশিত হয়েছে - 2023-01-21T12:10:03+06:00
আপডেট হয়েছে - 2023-01-21T12:10:03+06:00
প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে অভিষেক হয়েছে পাকিস্তানি তরুণ ব্যাটার খাজা নাফে। তাতে প্রথম ম্যাচে খেলতে নেমে ব্যাটিং করলেন সতীর্থ ক্রিকেটারের ব্যাট দিয়ে। তাতে বেজায় খুশি নাফে।
খাজা নাফে
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন পাক তরুণ ক্রিকেটার নাফে। এর আগে কোনো বড় আসরে খেলার অভিজ্ঞতা হয়নি তার। সেইসাথে বিপিএলেও খেলার অভিজ্ঞতা নেই নাফের।
অবশেষে সুযোগ মিলল শুক্রবার (২০ জানুয়ারি) বিপিএলের ম্যাচে। চট্টগ্রাম পর্বের শেষ দিনে খুলনা টাইগার্স দলের বিপক্ষে মাঠে নামে চ্যালেঞ্জার্সরা। তাতে পাঁচে ব্যাট করার সুযোগ মেলে নাফের।
কিন্তু তিনি ব্যাটিং করেন সতীর্থ ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসনের ব্যাট দিয়ে। জানা গেছে, দেশ থেকে আসার সময় যে ব্যাট নিয়ে এসেছিলেন পাকিস্তানি তরুণ উদীয়মান এই সেটা ভেঙে যায় অনুশীলনে।
এরপর উপহার হিসেবে আফিফের থেকে ব্যাট পান তিনি।আফিফের থেকে ব্যাট পেয়ে যেন বেশ খুশি এই তরুণ ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে নাফেকে বলতে শোনা যায়, "এই যে ব্যাট দেখছেন আপনারা, এটা আফিফ ভাইয়ের ব্যাট। আফিফ ভাইকে আমি বলেছিলাম যে আমার কাছে ভালো ব্যাট নেই। তো আফিফ ভাই আমাকে এটা দিয়েছেন। অনেক অনেক শুকরিয়া যে উনি নিজেই আমাকে এই ব্যাটটা দিয়েছেন। অনেক ধন্যবাদ আফিফ ভাইকে। ভালোবাসি বাংলাদেশকে, ভালোবাসি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ভক্তদেরকে।"
আর ওই ভিডিওর ক্যাপশনে চট্টগ্রাম দল লিখেছে, "আফিফের ব্যাট হাতে খেলতে নেমেছিল পাকিস্তানি তরুণ এই স্টাইলিশ টপ অর্ডার ব্যাটার খাজা নাফে! দিন শেষে শুকরিয়া জানিয়েছেন আফিফের প্রতি!"
আফিফের ব্যাট পেয়েও অভিষেক রাঙাতে পারেননি নাফে। মাত্র তিন বলে পাঁচ রান করেই ফিরে যান তিনি। আউট হয়েছেন স্বদেশি ওয়াহাব রিয়াজের বলে। আর ওই ম্যাচও সাত উইকেটে খুলনার কাছ হেরেছে চট্টগ্রাম।
চলতি বিপিএল এখন পর্যন্ত ছয় ম্যাচে মাত্র দুটিতে জয়ের মুখ দেখেছে চট্টগ্রাম। চার পয়েন্ট নিয়ে সাত দলের এই টুর্নামেন্টে তারা আছে তালিকায় ছয়ে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।