Scores

অন্যরকম রেকর্ডের সামনে গেইল-কোহলি

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে আজ (১১ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে দুই দলই।

অন্যরকম রেকর্ডের সামনে গেইল-কোহলি

Also Read - 'অন্তত দুইটি ম্যাচ জিততে চাই'


এই ম্যাচেই অন্যরকম দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন দুই দলের দুই তারকা ক্রিস গেইল ও বিরাট কোহলি। দুজনের রেকর্ড দুটিও আবার অনেকটা নিশ্চিতভাবেই ‘গড়ার পথে’। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামলেই গেইলের রেকর্ড হয়ে যাবে। আর ভারতের রান মেশিন কোহলিকে করতে হবে ১৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে এখন পর্যন্ত ২৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেইল। ভারতের বিপক্ষে আজ মাঠে নামলে হয়ে যাবে ট্রিপল সেঞ্চুরি বা ত্রিশতক! পোর্ট অব স্পেনের ম্যাচটি তাই গেইলের কাছে বিশেষ কিছু।

আন্তর্জাতিক ক্রিকেটে গেইল হবেন এমন ট্রিপল সেঞ্চুরির ২১তম মালিক। অর্থাৎ, তার আগে ২০ জন ক্রিকেটার গড়েছিলেন ৩০০ বা তারও বেশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার কীর্তি।

অন্যদিকে কোহলিকে অবশ্য গেইলের মত শুধু মাঠে নামলেই চলবে না, স্পর্শ করতে হবে নির্দিষ্ট মাইলফলকও। ক্যারিবীয়দের বিপক্ষে এদিন ১৯ রান করতে পারলেই কোহলি বনে যাবেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি রানের মালিক। বর্তমানে কোহলির আগে রয়েছেন, যার রান সংখ্যা ১৯৩০। কোহলি আর ১৮ রান করলে স্পর্শ করবেন পাকিস্তানের কিংবদন্তীকে, আর ১৯ রান করলে তাকিয়ে ছাড়িয়েই যাবেন, বসবেন চূড়ায়!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার জোয়ার

হোল্ডার-গ্যাব্রিয়েল তোপে ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

খেলা বন্ধের কারণ যখন ‘টাইগার’

সৌরভকে নাসেরের অতি প্রশংসা মনে ধরল না গাভাস্কারের