Scores

অপুর আরও বেশি ‘নাগিন নৃত্য’র আশা

২০১৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। একই দলে ছিলেন দুই বিদেশি খেলোয়াড় ড্যারেন স্যামি ও কেসরিক উইলিয়ামসও। একদিন ড্রেসিং রুমে খেলোয়াড়দের মধ্যে আলোচনা চলাকালীন অদ্ভুত এক উদযাপন মাথায় আসে অপুর।

সাকিবের পাশে থিতু হতে চান অপু

ড্রেসিংরুমে গল্পগুজবের সময় কথা হচ্ছিল উদযাপন নিয়েও। কথাপ্রসঙ্গে কোচ সারোয়ার ইমরান বলেছিলেন, ‘স্পিনাররা হবে সাপের মতো, সুযোগ বুঝে আক্রমণ করবে…’ এর পর থেকেই উদযাপনের সময় সাপের ছোবলের মতো ভঙ্গি করতেন অপু। যা পরবর্তীতে ‘নাগিন নৃত্য’ নামে ব্যাপক খ্যাতি অর্জন করে।

Also Read - সাকিবদের হারিয়ে ফাইনালে চেন্নাই


বিপিএলের গত দুই আসরেও উইকেট পেলে ‘নাগিন নৃত্যে’ উদযাপন করতেন অপু। গত বিপিএলে ভালো করায় ডাক পান জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও এই উদযাপন নিয়ে আসেন স্পিনার অপু। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে কুশল পেরেরার উইকেট পাওয়ার পর নাগিন ড্যান্স উদযাপন করেছিলেন তিনি। যদিও অভিনব এই উদযাপনটি ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়ায় অবদান ছিল মুশফিকুর রহিমেরও।

তবে যে অপু এই উদযাপনের প্রবর্তক, তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা উপলক্ষ পাননি নাগিন নৃত্যের। মঙ্গলবার সংবাধ্যমের সাথে আলাপকালে উঠে আসে অপুর এই উদযাপন প্রসঙ্গও। সেখানে লাজুক অপু জানান, আসন্ন আফগানিস্তান সিরিজে আরও বেশি নাগিন নৃত্যে মেতে উঠতে চান তিনি। অপু বলেন-

‘আমার প্রথম কাজই হচ্ছে ভালো বোলিং করা, উইকেট নেওয়া। উইকেট নিলে তো উদ্‌যাপন হবেই। ভালো অনুশীলন হচ্ছে, আত্মবিশ্বাস আছে। আশা করি এবার ভালোভাবে হবে, আরও বেশি হবে।’

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচ দুটিতে আলোচিত ছিল টাইগারদের নাগিন নৃত্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাকে দিয়ে কোনো কিছু শুরু, তার তো ভালো লাগেই। আমারও অনেক ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছি। এটা অনেক বড় পাওয়া। শ্রীলঙ্কা সফরের শুরু থেকে আমাদের চিন্তাভাবনা এমন ছিল। টিম মিটিংয়ে আলোচনা করছিল, আমরা একটা পাল্টা জবাব দেব। সবার ভেতর একটা জেদ ছিল, সেটি হয়েছে। আমরা পারি। আশা করি এভাবে সামনেও ভালো কিছু হবে।’

আরও পড়ুনঃ সাকিবের পাশে থিতু হতে চান অপু

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সড়ক দুর্ঘটনায় জখম আফগান ক্রিকেটার জাজাই

এশিয়া কাপের দিকে চোখ আফগান অধিনায়কের

মা হারালেন রশিদ খান

বেতন কাটা হচ্ছে ক্লুজনারদের

বিপিএলে ফিক্সিংয়ের চেষ্টা, ‘৬’ বছর নিষিদ্ধ শফিকুল্লাহ