Scores

‘অপেক্ষা’র রেকর্ডের শীর্ষে উঠে মিঠুনের অভিষেক, সঙ্গী খালেদ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ চাপ ছাড়া খেলেছে বা ফুরফুরে মেজাজে মাঠে নেমেছে, এমন রেকর্ড নেই বললেই চলে। হাতেগোনা কিছু ‘নিদর্শন’ পাওয়া গেলেও সংখ্যার দিক থেকে সেটি যে খুবই নগণ্য এ নিয়ে সন্দেহ নেই। তবে মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমেদের টেস্ট অভিষেক যে ম্যাচে ঘটলো, এই ম্যাচে সম্ভবত সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি চাপ ও অস্বস্তি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

‘অপেক্ষা’র রেকর্ডের শীর্ষে উঠে মিঠুনের অভিষেক

দলের দুঃসময়ে যারা সুযোগ পান তারা নির্দ্বিধায় পরীক্ষিত ক্রিকেটার, ভালো ক্রিকেটার। কিন্তু ব্যাটিং যখন রীতিমত ছেলেমানুষি আর পরাজয় যখন ধরাবাঁধা নিয়তিতে পরিণত হয়েছে, তখন অভিষেক কি আদৌ ততটা রোমাঞ্চকর? ভক্তদের মনে সেই প্রশ্ন জাগিয়ে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক ঘটেছে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও তরুণ পেসার খালেদ আহমেদের।

আগের ম্যাচে অভিষেক ঘটেছিল আরিফুল হকের, যিনি ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট খেলতে নেমে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট অভিষেকের হিসেবে ছিলেন দ্বিতীয়। তার সামনে ছিলেন ৮১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা নাজিমউদ্দিন। মিঠুন অভিষেক ঘটিয়ে ছাড়িয়ে গেছেন তাকেও। টেস্ট অভিষেকের আগে ডানহাতি ব্যাটসম্যান যে খেলেছেন ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচ!

Also Read - ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক দুই ক্রিকেটারের


অন্যদিকে আরেক অভিষিক্ত খালেদ মিঠুনের তুলনায় ক্রিকেট অঙ্গনে নতুন নাম। সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠ মাতিয়েছেন, খেলেছেন ‘এ’ দলেও। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই পেসার দলে সুযোগ পেয়েছেন তার গতির কারণে। সিলেটের দীর্ঘকায় এই পেসারকে একাদশে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন সিলেটেরই আরেক পেসার আবু জায়েদ চৌধুরী রাহী।

দেশের ৯১ ও ৯২তম টেস্ট ক্রিকেটার হিসেবে খালেদ ও মিঠুনের অভিষেক কম আলোচনাই কুড়চ্ছে দলের দুঃসময়ের কারণে। তবে এটিই দুজনের জন্য বড় সুযোগ। অভিষেকেই চমক দেখিয়ে যদি দলকে সাফল্য এনে দিতে পারেন!

আরও পড়ুন: নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন সাকিব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে সাদমান-মৃত্যুঞ্জয়কে

ভারত সফরে যাওয়া হচ্ছে না খালেদের

মুম্বাইয়ে খালেদের অস্ত্রোপচার সম্পন্ন

অদ্ভুতভাবে চোট বাঁধিয়েছেন খালেদ আহমেদ

নিউজিল্যান্ডে খালেদ-রাহী-এবাদতের কথা বুঝতেন না টাইগাররা!