Scores

অবশেষে কোচের পদে আবেদন করলেন মিসবাহ

অবশেষে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছেন মিসবাহ উল হক। সাবেক এই অধিনায়ক কোচের পদে আবেদনের শেষদিন এসে কোচের পদে আবেদন করেন বলে জানা গেছে।

অবশেষে কোচের পদে আবেদন করলেন মিসবাহ

পাকিস্তান জাতীয় দলের ২০ জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে ২২ আগস্ট, শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর। এই ক্যাম্পে মিসবাহ ‘ক্যাম্প কম্যানড্যান্ট’ হিসেবে কোচের দায়িত্ব পালন করছেন। বিশ্বকাপ শেষে মিকি আর্থারকে বিদায় বলে দেওয়ায় বর্তমানে প্রধান কোচশূন্য পাকিস্তান জাতীয় দল।

Also Read - কিউই বোলারদের তোপে দুমড়ে গেল শ্রীলঙ্কা


বেশ আগেই অবশ্য মিসবাহর প্রধান কোচ পদে আবেদনের খবর চাউর হয়। তবে এরপর মিসবাহই খোলাসা করেছিলেন- সেটি ছিল নিছক গুঞ্জন। এবার সেই গুঞ্জন সত্যি হল কিছুটা দেরিতেই।

কোচের পদে আবেদন করায় পিসিবির সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হয়েছে মিসবাহকে। বোর্ডের কমিটির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে তিনি আবেদন করেন প্রধান কোচের পদে।

মিসবাহ বলেন, ‘প্রধান কোচ হিসেবে আমার নাম আলোচনায় আসতে দেখে ভালোই লাগছে, তবে আমি এই পদে আবেদনের সিদ্ধান্ত নিয়েছি সোমবারই। প্রধান কোচের পদে অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে অনেক যোগ্য লোকের মুখোমুখি হতে হবে আমাকে। নির্দ্বিধায় এটি বলা যায়- পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়া সবার স্বপ্ন।’

২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিসবাহর। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে প্রায় ৪৩ বছর বয়সে অবসরে যান তিনি। অবসর নেয়ার আগে পাকিস্তানের হয়ে ৭৫টি টেস্ট, ২০২টি ওয়ানডে এবং ৩৯টি টি-২০ ম্যাচ খেলেছেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নতুন বিশ্বকাপের প্রথম আয়োজক বাংলাদেশ

সাকিবদের জেতানো কোচ আবারো ক্যারিবীয়দের দায়িত্বে

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

তুলে নেওয়া হল জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা

পিসিবির নিরাপত্তা ব্যবস্থায় শ্রীলঙ্কার অসন্তোষ প্রকাশ