Scores

অবশেষে চাকরি পেলেন ওয়ালশ, তবে ‘অস্থায়ী

বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যহতি লাভ করার পর থেকে চাকরিবিহীনই সময় কাটছিল কোর্টনি ওয়ালশের। কয়েকমাস অবসর কাটানোর পর ওয়েস্ট নারী দলের দায়িত্ব পেয়েছেন তিনি।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শেষে বড় পরিবর্তন আসে বাংলাদেশের কোচিং স্টাফে। টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ দায়িত্ব হারান তখন। এরপরে আর কোনো দলের দায়িত্ব পেয়েছিলেন না তিনি। অবশেষে নিজ দেশকে নিয়েই কাজের সুযোগ মিলেছে তার। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অন্তবর্তীকালীন সহকারী কোচ হিসাবে কাজ করবেন ওয়ালশ।

Also Read - শাহীন আলমের বোলিং তোপে দিশেহারা শ্রীলঙ্কা


নারী দলের কোচের দায়িত্ব পেয়ে খুশি ওয়ালশ জানিয়েছেন, ক্যারিবিয়ান নারীদের ভালো ফলাফল করতে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। তাদেরকে একত্র করা ও বোলিংয়ের কার্যকরী সব কৌশল শেখানোর দিকেই জোর দেবেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাড্যামস বলেছেন, কোচিং স্টাফে ওয়ালশের মতো কিংবদন্তির যুক্ত হওয়া তাদের দলের শক্তি বাড়িয়ে দিবে। এই দলের কোচিং স্টাফে আরও আছেন সাবেক ক্যারিবিয়ান পেসার রায়ান গ্রাফিথ। এই কোচের জুটিতে এগিয়ে যাবে ক্যারিবিয়ান নারী পেসাররা।


খেলোয়াড়ি জীবনে অন্যতম সেরা একজন বোলার থাকলেও কোচিংয়ের ক্ষেত্রে অতটা সুনাম কুড়াতে পারেননি এই কিংবদন্তি। সাদা পোশাকে ১৩২ ম্যাচে তার ঝুলিতে আছে ৫১৯টি উইকেট। এছাড়া একদিনের ক্রিকেটে ২০৫ ম্যাচে তার শিকার ২২৭ উইকেট। প্রায় ২০ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ওয়ালশের পাশে জ্বলজ্বল করছে ১৮০৭ উইকেট এবং ৪৪০ লিস্ট এ ম্যাচে ৫৫১টি উইকেট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাঙ্গাকারা-ম্যাককালামদের চেয়ে এগিয়ে ধোনি

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই ইংল্যান্ড কোচের

ইংলিশদের দেশে নেওয়ার কায়দা করছে পাকিস্তান

“বাবর যদি কোহলি হতেন, তাহলে সবাই তাকে নিয়ে কথা বলত”

বৃষ্টিভেজা ম্যানচেস্টারে আলো ছড়ালেন বাবর