অবশেষে চূড়ান্ত হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
অবশেষে অস্ট্রেলিয়া জাতীয় দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হল। স্বাগতিক দলের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী বছরের জুন-জুলাইয়ে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই সফরসূচি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে। সফর চূড়ান্ত হওয়ায় স্বস্তি জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স প্রধান পিটার রোচ।
তিনি বলেন, ‘২০২০ সালের জুনে বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ায় আমরা খুশি। দুই বোর্ডই মনে করেছে, সিরিজ আয়োজনের জন্য এটাই দারুণ এক সময়, আগে নির্ধারিত সময়টির চেয়ে। এটা রোমাঞ্চকর এক সিরিজ হবে।’
অবশ্য নতুন নির্ধারিত সময়টিতে বৃষ্টি বাগড়া দেয় কি না সেই শঙ্কা থাকছেই। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়ানোর কথা ছিল। বছরের এই সময়ে বৃষ্টির আনাগোনা থাকে না বললেই চলে। তবে জুন-জুলাই মাসে চলবে বর্ষাকাল। বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় মোটেও!
এদিকে আগামী মাসে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অজিদের। তবে সেই সিরিজও পিছিয়ে নেওয়া হয়েছে। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে সিরিজটি খেলবে তারা।
সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল অজিরা। চট্টগ্রাম টেস্টে হেরে গেলেও ঢাকায় সিরিজের প্রথম টেস্টে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের বীরত্বে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় হয়ে আছে সেই টেস্ট।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।