Scores

অবশেষে তাদের মুখে স্বস্তির হাসি

বিপ টেস্টে উত্তীর্ণ হয়ে জাতীয় লিগে খেলার নিয়ম ছিল গত মৌসুমেও। তবে গতবার খেলোয়াড়রা সহজে উতরে যেতে পারলেও এবার প্রথম দফায় আটকে গিয়েছিলেন অনেকে। আগেরবার বেঞ্চমার্ক অর্থাৎ কাঙ্ক্ষিত নম্বর ৯ হলেও এবার যে ১১!

অবশেষে তাদের মুখে স্বস্তির হাসি

খেলোয়াড়দের ফিটনেসের বিষয়টি বেশ ভাবাচ্ছে বিসিবিকে। তাই এবার বেঁধে দেওয়া হয়েছিল- বিপ টেস্টে ১১ নম্বর তুলতে না পারলে খেলা যাবে না এনসিএলে। কঠোর পরিশ্রম করে ১১ নম্বরের জন্য খেলোয়াড়রা চেষ্টা চালিয়ে গেছেন। প্রথম দফায় অনেক অভিজ্ঞ ক্রিকেটারই অবশ্য ১১ নম্বর তুলতে পারেননি।

Also Read - পিয়েত-মুতুস্বামীও বাঁচাতে পারলো না দক্ষিণ আফ্রিকার হার


সেক্ষেত্রে ক্রিকেটারদের দাবি ছিল- বয়সভেদে বিপ টেস্টে কাঙ্ক্ষিত নম্বর অর্জন কঠিন হয়ে দাঁড়ায়। রবিবার (৬ অক্টোবর) দ্বিতীয় দফায় বিপ টেস্ট করিয়েছেন তারা। তাতে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান কিংবা নাসির হোসেনের মত অনেকেই উতরে যেতে পারেননি। তবে বোর্ডেরও মন গলেছে। শেষপর্যন্ত অভিজ্ঞ ক্রিকেটারদের দেওয়া হয়েছে ‘ছাড়’। ১১-র কাছাকাছি নম্বর তুলেই তারা পেয়েছেন এনসিএলের ‘ছাড়পত্র’।

ক্রিকেটারদের চেষ্টাই আপাতত সন্তুষ্ট করেছে বোর্ডকে। তাই দায়িত্বশীলরা রবিবারের বিপ টেস্টে অংশ নেওয়া ৩৫ ক্রিকেটারকেই এনসিএলে খেলার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ‘বিশেষ বিবেচনায়’ পাওয়া এই সুযোগে আগামী মৌসুমগুলোতে ক্রিকেটারদের মধ্যে ‘ঢিলেমি’ চলে আসবে কি না, সেই প্রশ্নও থাকছে।

বিপ টেস্ট নিয়ে কিছু ক্রিকেটারের মধ্যে অসন্তোষও ছিল। অনেকে একে আখ্যায়িত করছিলেন ‘সিনিয়র ছাঁটাইয়ের পদ্ধতি’ হিসেবে। এ নিয়ে কানাঘুষা কম হয়নি, খবরের পর খবরও হয়েছে। শেষপর্যন্ত বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ১১-র কাছাকাছি নম্বর তুলতে পারা সবাইকেই দেওয়া হবে এনসিএলে খেলার সুযোগ।

অবশ্য অভিজ্ঞতা, পারফরম্যান্স কিংবা বয়স বিবেচনায় যারা ‘বিশেষ বিবেচনায়’ উত্তীর্ণ, তারাও গত কিছুদিন খাটুনি খেটেছেন কাঙ্ক্ষিত নম্বরের লক্ষ্যে। তাদের এই পরিশ্রম অবশ্য দেশের ক্রিকেটের জন্যই আশীর্বাদ! আশরাফুল-নাসিররা তাই স্বস্তির হাসি হেসে বিজয় চিহ্ন দেখাতেই পারেন!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ব্যাটে-বলে জাতীয় লীগের সেরা ক্রিকেটার

ব্যাট হাতে জাতীয় লিগের সেরা পাঁচে নাসির

জাতীয় লিগের প্রথম স্তরে উঠে এল সিলেট

মাঠের ভেতর সতীর্থকে পেটালেন শাহাদাত

এনসিএলে চার ড্রয়ের দিনে আলো ছড়ালেন যারা