Scores

অবশেষে স্ত্রীকে সামনে আনলেন রুবেল

প্রায় দুই বছর আগে ২০১৬ সালে হঠাৎ করেই বিয়ের পিড়িতে বসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নিয়মিত সদস্য পেসার রুবেল হোসেন। বিয়ের খবর সবাইকে জানালেও স্ত্রী কে এ ব্যাপারে তখন কাউকেই কিছু জানাননি তিনি। তবে অবশেষে এতদিন পর আজ ২৮ এপ্রিল, শনিবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ফেসবুক পাতায় স্ত্রীকে সহ ছবি পোষ্ট করার মাধ্যমে সবার কৌতুহলের অবসান ঘটিয়েছেন রুবেল হোসেন।

ছবির ক্যাপশনে শুধু লিখেছেন, ‘আমার স্ত্রী’। ফেসবুকে আর কিছু না লিখলেও বিডিক্রিকটাইম এর প্রতিবেদকের সাথে কথা বলার সময় স্ত্রীর নাম জানিয়েছেন তিনি। স্ত্রীর নাম কি জানতে চাওয়া হলে তিনি বলেন, “ইশরাত জাহান দোলা”

রুবেলের পোস্টে ভক্ত ও শুভানুধ্যায়ীরা কমেন্টের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, যাক অবশেষে আপনি আপনার স্ত্রীকে সবার সামনে আনলেন। তবে পূর্বে অনেক ক্রিকেটারেরই স্ত্রীকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছবি আপলোড দিয়ে অনেক বাজে অভিজ্ঞতা হয়েছিল। তাই এক ভক্ত আগে থেকেই সবাইকে সাবধান করে কমেন্টে লিখেছেন, “শুভ কামনা। উনি আমদের জাতীয় দলের প্লেয়ার। দোহায় লাগে কেও অপ্রাসঙ্গিক কমেন্ট করবেন না।”

Also Read - ভারত আয়োজন না করলে টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে?


বিডিক্রিকটাইমের সাথে কথা বলার সময় দাম্পত্য জীবনে সুখেই আছেন বলে জানালেন রুবেল হোসেন। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।”

উল্লেখ্য যে, শারীরিক অসুস্থতার কারনে বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন রুবেল হোসেন। এবারের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএলের) শেষের দুই রাউন্ডে জ্বরের কারনে খেলা হয়নি তাঁর। অসুস্থ অবস্থায়  সময়টা বাগেরহাটে নিজের স্ত্রী ও পরিবারের সঙ্গেই কাটিয়েছেন এই গতি তারকা। আপাতত শারীরিক ভাবে কিছুটা সুস্থ হলেও এখনো ক্রিকেটে ফিরেন নি তিনি। কিছুদিনের মধ্যে নিজ উদ্যোগে ফিটনেস ট্রেনিং শুরু করবেন। এরপর আগামী মাসে জাতীয় দলের ক্যাম্পে সতীর্থদের সঙ্গে দেখা যাবে তাকে।

আরও পড়ুনঃ ভারত আয়োজন না করলে টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাবা হলেন রুবেল হোসেন

সন্তান আগমনের অপেক্ষা, ছুটিতে রুবেল