Scores

অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির

ফিক্সিং কাণ্ডে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে কি প্রতাপের সাথেই ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। অথচ মোহাম্মদ আমির নিজেকে গুটিয়ে নিতেও সময় নিলেন না।

অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির

পাকিস্তানের অভিজ্ঞ ও তারকা এই পেসার মর্যাদার টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। হুট করে তার অবসরের ঘোষণা অবাক করেছে সবাইকে। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে তাকে আর খেলতে দেখা যাবে না।

Also Read - সেমিতে বিসিবি একাদশ, প্রতিপক্ষ ছত্তিসগড়


আমির জানিয়েছেন, এখন থেকে সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে চাইছেন তিনি। আর এ কারণেই নিজেকে গুটিয়ে নিয়েছেন লঙ্গার ভার্শন থেকে।

২৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার অবসরের ঘোষণা দিয়ে বলেন, ‘ক্রিকেটের মর্যাদাপূর্ণ ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা বেশ সম্মানের ব্যাপার। তবে আমি নিজেকে লঙ্গার ভার্শন থেকে সরিয়ে নিতে চাইছি। এতে আমি সাদা বলের ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতে পারব।’

আগামী বছর বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বড় লক্ষ্য নিয়েই বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে গিয়েছিল পাকিস্তান। তবে দলটি সেমিফাইনালেও উঠতে পারেনি। আর এ কারণে দলটি পাখির চোখ করে রাখছে ২০২০ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে। আমিরও জানালেন সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথা।

তিনি বলেন, ‘নিজেকে সুস্থ রেখে সর্বোচ্চটুকু দেওয়ার মাধ্যমে আমি দলে অবদান রাখার চেষ্টা করব, বিশেষ করে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে।’

অবসরের আগে পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন আমির, শিকার করেছেন ১১৯টি উইকেট। ২০১০ সালে লর্ডসে টেস্টেই স্পট ফিক্সিং করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন আমির।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নেই ব্রড-রুট ও ওপেনার, বিতর্কিত টেস্ট দল সাজালেন পূজারা

জেদের বশে ধোনির মাথায় বল ছুঁড়েছিলেন শোয়েব

রান না করলে এটাই ছিল আমার শেষ ম্যাচ : বাটলার

পাকিস্তানের ২০ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত হলেন আরও এক পেসার