Scores

অবসরে যাচ্ছেন না ধোনি, করছেন কঠোর পরিশ্রম

ভারতীয় ক্রিকেটের এখন আইপিএলের পরেই সবচেয়ে বড় আলোচনা হলো মহেন্দ্র সিং ধোনির অবসর ইস্যু। ভারতের এই সাবেক অধিনায়কের অবসর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে প্রায় বছর খানেক ধরে। তবে তার ম্যানেজার নিশ্চিত করেছেন এখনই অবসর নিয়ে ভাবছেন না ধোনি।

ধোনির থেকে প্রত্যাশা কমানোর পরামর্শ কপিলের

২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পরে আর ২২ গজে দেখা যায়নি ধোনিকে। বিশ্বকাপের পরে গত বছর ভারতের প্রথম সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে খেলেননি ধোনি। তখন তিনি বোর্ডের থেকে ছুটি নিয়ে গিয়েছিলেন আর্মি ট্রেনিংয়ে। সেখান থেকে ফিরলেও আর পরে জাতীয় দলের সাথে যোগ দেননি।

Also Read - এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত করল এসিসি


ভারত আরও কয়েকটি সিরিজ খেললেও তাকে দেখা যায়নি। ফলে তার অবসরে চলে যাওয়ার গুঞ্জনটা আরও জোরালো হয়েছে। টেস্টে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ওয়ানডেতে কী তবে না বলেই অবসরে চলে যেতে চাচ্ছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক; এই সংশয় মনে হয়েছিল ভক্তদের। তবে তার বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র থেকে বারবারই বলা হয়েছে তা সঠিক নয়।

এবার ধোনির অবসর নিয়ে কথা বলতে যেয়ে তার ম্যানেজার মিহির দিবাকর বলেন ধোনি এই মুহূর্তে অবসর নিয়েই কিছুই ভাবছেন না। আইপিএল খেলার জন্য তিনি এক মাস আগে থেকে কঠোর পরিশ্রম করা শুরু করেছিলেন। এখনো তিনি আইপিএল খেলার জন্য মুখিয়ে আছেন।

তিনি বলেন, ‘আমরা বন্ধু; তবে আমরা তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অতটা আলোচনা করি না। তবে ওকে দেখে যা বুঝি, ও এখনই অবসর নিয়ে কিছু ভাবছে না। ও তো আইপিএল খেলার জন্য মুখিয়ে আছে। এটার জন্য ও অনেক পরিশ্রম করছে। দেখেন, লকডাউন হওয়ার আগে কিন্তু আইপিএল শুরুর একমাস পূর্বেই ও চেন্নাইয়ে চলে গিয়েছিল এই কাজ করতেই।’

জাতীয় দলের সাথে দেখা না গেলেও আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ধোনি যোগ দিয়েছিলেন গত ২ মার্চ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে আইপিএলের সিদ্ধান্ত এখনো ঝুলে আছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আজীবনের নিষেধাজ্ঞা, ৭ বছরেই মুক্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

আইপিএলের জন্য আইসিসির প্রস্তাবে রাজি বিসিসিআই

‘টাকার জন্য ইংরেজরা ভারতের পিছু পিছু ঘোরে’

আইপিএলের বাকি অংশ আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত

শর্তসাপেক্ষে আইপিএলে ফিরছে দর্শক!