Scores

অবসর নিলেন এড জয়েস

অভিষেক টেস্ট খেলার পরই অবসরের ঘোষনা দিলেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান এড জয়েস। এতদিন অপেক্ষায় ছিলেন সাদা পোশাকে খেলার। সেই স্বাদের তৃপ্তি নিয়েই অবসরে গেলেন ৩৯ বছর বয়সী জয়েস। অবসর নিলেন এড জয়েস

এ মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জয়েসের। সেটিই তার একমাত্র টেস্ট। তাছাড়া ৭৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

”আমার মনে হয়েছে এখনই খেলা ছাড়ার এবং নতুন অধ্যায় শুরু করার উপযুক্ত সময়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ অসাধারণ ব্যাপার ছিল। পেশাদার ক্রিকেটের শেষ ম্যাচের জন্য এটাই উপযুক্ত।”

Also Read - 'প্রত্যেকদিন তো ভালো করা যায় না'


ক্রিকেট ছেড়ে আয়ারল্যান্ডের কোচিং স্টাফে যোগদান করতে যাচ্ছেন এড জয়েস। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এ সুযোগ দেয়ার জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ”ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি আমি কৃতজ্ঞ। আমি জানি কোচিংয়ের বিষয়ে এখনো আমাকে অনেক কিছু শিখতে হবে। কিন্তু এটাও জানি পরবর্তী প্রজন্মকে শেখানের মতো অনেক জ্ঞান আমার আছে।”

আয়ারল্যান্ডে জন্ম হলেও জন্মভূমির পাশাপাশি ইংল্যান্ডের জার্সিতেও খেলেছেন জয়েস। দুই দেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে খেলা দশজনের মধ্যে একজন তিনি। ২০০৬ সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় তার। প্রতিপক্ষ ছিল নিজের দেশ আয়ারল্যান্ড। ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতকও হাঁকান তিনি।

২০১১ সাল থেকে ইংল্যান্ডের হয়ে খেলেছেন জয়েস। ইংল্যান্ডের হয়ে ১৭ ম্যাচে জয়েস ২৭.৭০ গড়ে করেন ৪৭১ রান। আয়ারল্যান্ডের জার্সিতে ৬১ ম্যাচে ৪১.৩৬ গড়ে করেন ২১৫১ রান। আয়ারল্যান্ডের জার্সিতে হাঁকান ৫ টি শতক ও ১২ টি অর্ধশতক। ইংল্যান্ডের হয়ে দুই টি-টোয়েন্টি খেলে করেন এক রান। আয়ারল্যান্ডের হয়ে ১৬ টি-টোয়েন্টি খেলে করেন ৪০৪ রান। সব মিলিয়ে ৭৮ ওয়ানডেতে ৬ শতকের মালিক জয়েস ৩৮ গড়ে করেছেন ২৬২২ রান। ১৮ টি-টোয়েন্টিতে ৩৩.৭৫ গড়ে ৪০৫ রান করেন। ২০১৫ সালেই টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন এ বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।


আরো পড়ুন ঃ উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে তিন বাংলাদেশি


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আবারো সন্ত্রাসী হামলার শিকার পাকিস্তানের ক্রিকেট

শীঘ্রই দেশে ফিরছেন সাকিব

১১ নং ব্যাটসম্যানের নির্ভয় ব্যাটিংয়ে প্রতিপক্ষেরও করতালি

ম্যানচেস্টার টেস্টে দাপট দেখাচ্ছে পাকিস্তান

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান