Scores

অবসর নেওয়া আমলা দিলেন আবেগঘন বার্তা

অনেকটা হুট করেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তীতুল্য ক্রিকেটার বৃহস্পতিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তার বিদায়ে যেন মন খারাপ গোটা বিশ্বের সব ক্রিকেট সমর্থকের।

ক্রিকেটকে বিদায় জানালেন হাশিম আমলা

লম্বা ক্যারিয়ারে আমলা শাসন করেছেন ক্রিকেট বিশ্বকে। বিদায়ের মুহূর্তে তিনি জানিয়েছেন আবেগঘন বার্তা। তাতে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

Also Read - আমলার অবসর নিয়ে টুইটার প্রতিক্রিয়া


আমলা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে এই উপভোগ্য যাত্রার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। এই সময়ে আমি অনেক কিছু শিখেছি। অনেক বন্ধু হয়েছে, বিশেষ করে ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার বাবা-মায়ের দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। দক্ষিণ আফ্রিকার রোদে এত বছর খেলতে পেরেছি তাদের ছায়া ছিল বলেই। একইসাথে আমার পরিবার, বন্ধু, এজেন্ট, সতীর্থ, সাপোর্ট স্টাফের সব সদস্য সবাইকে ধন্যবাদ জানাই।’

‘যখন খারাপ সময় গিয়েছে তখন সমর্থকরা আমার পাশে থেকেছেন। সাফল্যে আমরা একসাথে উল্লাস করেছি। বিশেষ ধন্যবাদ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বোর্ড ও সভাপতিকে। সিইও থাবাং মোরোএ ও তার প্রশাসনিক দলকেও স্মরণ করছি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার যেসব সুযোগ আমি পেয়েছি সেজন্য সত্যিই কৃতজ্ঞ।’– বলেন তিনি।

অবসর নেওয়ার আগে আমলা দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলেছেন ১২৪টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি। ক্রিকেট বিশ্বের বেশ কয়েকটি ব্যাটিং রেকর্ড আছে তার দখলে। বিরাট কোহলির সময়কালেই তিনি যেভাবে প্রতাপের সাথে খেলেছেন, তাতে তাকে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বলাই চলে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার জোয়ার

হোল্ডার-গ্যাব্রিয়েল তোপে ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

খেলা বন্ধের কারণ যখন ‘টাইগার’

সৌরভকে নাসেরের অতি প্রশংসা মনে ধরল না গাভাস্কারের