Scores

অভিজ্ঞতা অর্জনেই মিঠুন দেখছেন সামর্থ্যের বৃদ্ধি

বাংলাদেশ দলের পেস আক্রমণ অন্যান্য দলের চেয়ে কতটা পিছিয়ে আছে সেটি আরও স্পষ্ট হয়েছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখে। নিউজিল্যান্ডের পেসারদের পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের পেসাররা যেন ‘দুধ-ভাত’। এমন ম্লান পারফরম্যান্সের কারণ হিসেবে দেখা হচ্ছে কম অভিজ্ঞতাকে।

অভিজ্ঞতাতেই মিঠুন দেখছেন বোলারদের সামর্থ্য-বৃদ্ধি
টেস্ট সিরিজে বাংলাদেশের বোলারদের প্রতীকী চিত্রই যেন রাহীর এই হতাশা! ফাইল ছবি

জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনও তা-ই মনে করেন। তার মতে, দেশের পেসাররা যত বেশি ম্যাচ খেলবেন এই ফরম্যাটে তারা ততই দক্ষ হয়ে উঠবেন, বাড়বে তাদের ভালো করার সামর্থ্য।

নিউজিল্যান্ডের উইকেটে ভালো করা কঠিন বলে অনেকেই দাবি তুলছেন দেশেও এমন পেস বান্ধব উইকেট বানানোর। তবে উইকেট বানানোর কাঠিন্যের সাথে মিঠুন জানালেন, এমন উইকেটে কার্যকারিতা পেতে চাই নিউজিল্যান্ডের মত বোলার!

Also Read - তৃতীয় টেস্টে অনিশ্চিত বিজে ওয়াটলিং


বুধবার (১৩ মার্চ) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মিঠুন বলেন, ‘টেস্টের জন্য এই ধরনের উইকেট আমাদের দেশে তৈরি করা কঠিন। শুধু উইকেট তৈরি করলেই হবে না, এই ধরনের বোলারও লাগবে- এটা স্বীকার করতেই হবে। ওদের একেকজন বোলার দেখেন- কত অভিজ্ঞ, কতদিন ধরে খেলছে। টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সেই অভিজ্ঞতা বাংলাদেশের কম বলেই টেস্ট ক্রিকেটে এখনও হিমশিম খেতে হয়। টেস্ট ম্যাচের সংখ্যা বৃদ্ধি পেলে বাংলাদেশের পেসাররা আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বলে জানিয়ে মিঠুনের ভাষ্য, ‘আমাদের অভিজ্ঞতা কম। খুব বেশি ম্যাচ খেলা বোলারও নেই। ওরা (নিউজিল্যান্ড) খেলতে খেলতেই আজকে এত ভালো হয়েছে। আমাদেরও যদি বেশি ম্যাচ খেলার সুযোগ থাকে তাহলে অভিজ্ঞতা অর্জন হবে এবং আমাদের বোলিং আক্রমণও ভালো হবে।’

যদিও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বোলাররা এতটা খারাপ করেননি। তবে টেস্ট সিরিজে প্রেক্ষাপটই থাকে সম্পূর্ণ ভিন্ন, পরিকল্পনাও ভিন্ন। সেদিকে ইঙ্গিত করে সাংবাদিকদের মিঠুন বলেন, ‘দুইটা তো দুইরকম ফরম্যাট। ওয়ানডে সঙ্গে টেস্টের কোনো মিল নেই। ওয়ানডেতে বোলাররা যে পরিকল্পনা নিয়ে বল করে টেস্টে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা থাকে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাকিবের দুই রেকর্ডে ভাগ বসালেন হোল্ডার

পর্ব ১ : ২২ গজ থেকে রাজনীতিতে গিয়েছেন যারা

আগামী দুই এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

হোল্ডারের বোলিং তোপে গুড়িয়ে গেল ইংলিশরা

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, নেই স্টোকস-বাটলার