Scores

অভিযোগ অস্বীকার করে মুখ খুললেন জাভেদ

জাভেদ ওমর বেলিমের নামে আনা অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে তিনি আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন তার কোনো ভুল নেই। এই ঘটনাটা ঘটেছে ভুল বোঝাবুঝির জন্য এবং সঠিক তথ্যটা বের করার জন্য বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন, নারী ক্রিকেট দলের ম্যানেজার জাভেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও আইসিসির যেকোনো টুর্নামেন্ট থেকে অব্যহতি দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এই বিষয়ে জাভেদের কাছে সত্যতা জানতে চায় বিডিক্রিকটাইম। তিনি জানান, সংবাদপত্রের মাধ্যমেই তিনি এই খবর পেয়েছেন কিন্তু তার কোনো অপরাধ নেই। বিসিবি বা আইসিসি থেকেও তাকে কিছু জানানো হয়নি।

Also Read - বড় শাস্তি পাচ্ছেন জাভেদ ওমর


জাভেদ বিডিক্রিকটাইমকে বলেন, ‘বোর্ড আমাকে কিছু জানায়নি৷ আইসিসিও আমার সাথে কথা বলেনি৷ এগুলোর কোনো প্রমাণপত্রও নেই।’

কী অপরাধে জাভেদকে এই শাস্তি দেয়া হচ্ছে তা জানানো হয়নি। এমনকি জাভেদ নিজেও জানেন না। সরাসরি না বললেও জানা গেছে দলের তথ্য ফাঁস করার অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু তিনি এমনকিছু করেননি সেটা আত্মবিশ্বাসের সাথেই জানিয়েছেন।

বাংলাদেশের সাবেক এই ওপেনার বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে এভাবে কথাটা আসছে। এখানে ক্রিকেট বোর্ড আমার অভিভাবক কিন্তু ওরাও জানে না কিছু। আকসুও কিছু জিজ্ঞেস করেনি। চুল পরিমাণ কোনো কারণও নেই।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ নিয়ে কথা উঠেছে৷ আমার স্পষ্ট মনে আছে, আমি ভুলেও কারো সাথে কিছু বলে ফেলিনি। আমি আলহামদুলিল্লাহ আত্মবিশ্বাসী। তাই আমি বোর্ডকে বললাম। সময়ই সব বলে দিবে। আমার অপরাধ কী? আমার তো কোনো অপরাধ নেই।’

কেন তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো সেটার সঠিক বিচারও দাবি করেছেন জাভেদ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

জয়ের ম্যাচেও শাস্তি পেল ইংলিশরা

আইসিসির বড় চেয়ারটা ‘বিগ থ্রি’ মুক্ত চান মানি

আইসিসির চেয়ারম্যান পদে ‘বিগ থ্রি’র কাউকে ভোট দেবে না পাকিস্তান

আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস