Scores

অভিষেকেই নাঈমের বিশ্বরেকর্ড

টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট শিকার করেছেন অফ স্পিনার নাঈম হাসান। এ পাঁচ উইকেট শিকার করে অনন্য কীর্তি গড়েছেন তিনি।অভিষেকে নাঈমের বিশ্বরেকর্ড

ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিলেন নাঈম হাসান।  ১৭ বছর বয়সী নাঈম হাসানের চেয়ে কম বয়সী কোনো ক্রিকেটার তাদের অভিষেক টেস্টে  পাঁচ উইকেট নেননি। সব মিলিয়ে অষ্টম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট শিকার করলেন নাঈম হাসান।

১৮ বছরের কম বয়সে অভিষিক্ত ক্রিকেটাদের মধ্যে নাঈম হাসান ছাড়া অভিষেক ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি  রয়েছে একমাত্র পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের। অভিষেকে ছয় উইকেট পাওয়া আমির প্রথম ও দ্বিতীয় ইনিংসে উইকেট শিকার করেছিলেন তিনটি করে। এ তালিকায় থাকা গ্যারি সোবার্স ও ওয়াকার ইউনিস পেয়েছিলেন চারটি করে উইকেট।

Also Read - গ্যাব্রিয়েলকে আইসিসির নিষেধাজ্ঞা, খেলতে পারবেন না ঢাকা টেস্ট


ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেট লাভ করলেন তিনি। ২০০০ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন নাঈম। তার বয়স  ১৭ বছর ৩৫৬ দিন। এর আগে ১৯৫৮ সালে পাকিস্তানের নাসিম উল ঘনি জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বছর ৩০৩ দিন বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ২০০৯ সালে ১৭ বছর ২৫৭ দিন বয়সে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশের স্পিনার এনামুল হক জুনিয়র ১৮ বছর ৩২ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ২০০৫ সালে পাঁচ উইকেট নিয়ছিলেন। তিনিই ছিলেন টেস্টে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ইনিংসে পাঁচ উইকেট শিকারী বোলার। এবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন নাঈম হাসান।

রোস্টন চেজকে দিয়ে নিজের উইকেটের খাতা খুলেন নাঈম। এরপর একে একে সাজঘরে ফেরান সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও জোমেল ওয়ারিকানকে।

বাংলাদেশের ৩২৪ রানের জবাবে ২৪৬ রানে গুটিয়ে গিয়েছে উইন্ডিজ। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।


আরো পড়ুনঃ  রফিককে ছাড়িয়ে তাইজুলের রেকর্ড


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড

পুজারার শতকে মুখ বাঁচাল ভারত

মিরাজের প্রশংসায় সাকিব

সাকিবের অনেক চাওয়া-পাওয়ার সিরিজ

ইংল্যান্ডের বিপক্ষে দশ উইকেটকে এগিয়ে রাখছেন মিরাজ