Scores

অভিষেকে বাংলাদেশের তিক্ত রেকর্ড

সিলেট টেস্টে বাংলাদেশের পরাজয় এই ম্যাচ নিয়ে সবার উন্মাদনাই যেন মাটি করে দিয়েছে। ৩ নভেম্বর শুরু হওয়া এই ম্যাচ নিয়ে সবার মধ্যে যে উদ্দীপনা কাজ করছিল, সেটি নিমেষেই মিলিয়ে গেছে বাংলাদেশের পরাজয়ে।

আরিফুলের লড়াকু ইনিংসেও বড় লিড পেল জিম্বাবুয়ে

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে গত শনিবার দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক ঘটে সিলেটের। এর আগে বাকি সাতটি ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচগুলো খেলতে নেমে বাংলাদেশ হেরেছিল সাতটি ম্যাচেই। এবার প্রতিপক্ষ ছিল ভঙ্গুর জিম্বাবুয়ে, আর তাছাড়া সীমিত ওভারের উড়ন্ত বাংলাদেশকে দেখে অনেকেই নির্দ্বিধায় ধরে নিয়েছিলেন, সিলেট টেস্টে জয় নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ।

কিন্তু জয় পাওয়া দূরে থাক, বাংলাদেশ এই ম্যাচে ড্র-ও করতে পারেনি। শুধু তা-ই নয়, পরাজয় কপালে জুটেছে মাত্র চার দিনেই। বাংলাদেশের এমন পারফরম্যান্সে আবারও সামনে এসেছে সেই বিষয়টি- দেশের কোনো ক্রিকেট ভেন্যুতেই নিজেদের অভিষেক টেস্টে জিততে পারেনি বাংলাদেশ!

Also Read - দুর্ঘটনার কবলে গাভাস্কার-মাঞ্জরেকার

২০০০ সালে নিজেদের অভিষেক টেস্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে ৯ উইকেটে পরাজিত হয় স্বাগতিক দল। ২০০১ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হারে ৮ উইকেটে। ২০০৬ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কা বাংলাদেশকে হারায় ৮ উইকেটে। একই বছর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে একই প্রতিপক্ষের কাছে ১০ উইকেটে হারে স্বাগতিকরা। এরপর ২০০৬ সালেই ফতুল্লাহর খাস সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হারে বাংলাদেশ।

‘হোম অব ক্রিকেট’ হিসেবে ২০০৭ সালে অভিষেক হয় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। এখানে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ, যে ম্যাচে সফরকারীরা পায় ইনিংস ও ২৩৯ রানে। ২০১২ সালে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের। ঐ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারায় উইন্ডিজ। আর সর্বশেষ সিলেট টেস্টে বাংলাদেশকে ১৫১ রানে হারায় জিম্বাবুয়ে, যা এই ভেন্যুর প্রথম টেস্ট ম্যাচ আয়োজন।

আরও পড়ুন: বিদায়ী টেস্টে হেরাথের আরেকটি রেকর্ড

Related Articles

বিশ্বকাপে খেলবেন আমির— বিশ্বাস শোয়েবের

শুক্রবার দেশে ফিরছেন রোডস

দুই ধনঞ্জয়ার তুলনায় লঙ্কান নির্বাচকের অদ্ভুত যুক্তি

বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন মালিঙ্গা!

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা