Scores

অযাচিত আচরণে আলজারির ডিমেরিট পয়েন্ট

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সিরিজ সমতার জয়ের দিনে অপ্রত্যাশিত আচরণের কারণে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন উইন্ডিজ ক্রিকেটার আলজারি জোসেফ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান হয়।

অযাচিত-আচরণে-আলজারির-ডিমেরিট-পয়েন্ট
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আলজারি জোসেফ, যদিও এখানে ব্যাটসম্যানের ভূমিকায়। © ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচের দ্বিতীয় ইনিংসে তথা বাংলাদেশের ইনিংসের তৃতীয় ম্যাচে এনামুল হক বিজয়কে আউট করার পর সাজঘরে ফেরার পথ দেখান আলজারি, যা আইসিসির আইন অনুযায়ী নিয়ম বহির্ভূত কাজ। ক্যারিবীয় ক্রিকেটারের এমন কাণ্ডে ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও ক্রিস ব্রড, তৃতীয় আম্পায়ার এস রাভি ও চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন।

অভিযোগের প্রেক্ষিতে আলজারি অবশ্য দোষ স্বীকার করে নেন। এতে তাকে পেতে হয়নি সর্বোচ্চ শাস্তি।

Also Read - পরাজয়ের দিনে কাঠগড়ায় আইসিসির রীতি


আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়কে আউট করার পর সাজঘরের পথ দেখিয়ে আলজারি আইসিসির আইনের ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন, যা প্রথম মাত্রার অপরাধ। ধারা অনুযায়ী, কোনো ব্যাটসম্যানকে আউট করার পর মুখ, ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে সাজঘরের পথ দেখালে সেটি অপরাধ বলে গণ্য হবে।

ম্যাচ শেষে আলজারি তার বিরুদ্ধে আসা অভিযোগ মেনে নিয়ে অপরাধ স্বীকার করে নেন এবং এতে তার নামের পাশে যুক্ত হয় কেবল একটি ডিমেরিট পয়েন্ট। যদিও এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ভর্তসনা, দুটি ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা। দোষ স্বীকার করায় তার প্রয়োজন হয়নি আনুষ্ঠানিক কোনো শুনানির।

উল্লেখ্য, এই ডিমেরিট পয়েন্টের মাধ্যমেই বেঁচে গেলেও আলজারি জোসেফ অবশ্য থাকতে পারবেন না স্বস্তিতে। ২৪ মাস বা দুই বছরের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট নামের পাশে যুক্ত হলে তাকে পেতে হবে নিষেধাজ্ঞার মত বড় শাস্তি। সেই শাস্তি এড়াতে উইন্ডিজের এই ক্রিকেটারকে আগামী দিনগুলোতে নিজের আচরণের ব্যাপারে থাকতে হবে সতর্ক ও সচেতন।

আরও পড়ুন: মানসিক নাকি প্রায়োগিক সমস্যা— জানেন না মাশরাফি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসি হল অব ফেম’এ নতুন তিন মুখ

“এভাবে বিদায় নিতে চাইনি”

ধীর বোলিংয়ে আর নিষেধাজ্ঞা পাবেন না অধিনায়করা

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞায় ব্যথিত সবাই, টুইটারে ক্রিকেটারদের শোক

জিম্বাবুয়েকে বহিস্কার করল আইসিসি