অর্ধ-শতকের পরও কেন উদযাপন করেননি আফিফ?
ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক, তাও ‘শুরু’র পর দীর্ঘ বিরতি কাটিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে। জাতীয় দলের হয়ে প্রথম অর্ধ-শতক হাঁকিয়ে তবুও কোনো উদযাপন করেননি আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশ ৬ ম্যাচ পর আন্তর্জাতিক জয়ের স্বাদ এনে দেওয়া আফিফ কেন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উদযাপন করলেন না?
শান্তশিষ্ট আফিফে জিম্বাবুয়ের স্বপ্নভঙ্গ হওয়ার পর এই প্রশ্ন উঠল স্বভাবতই। তবে আফিফের দাবি, অর্ধ-শতকের বিষয়টি প্রথমে খেয়ালই করেননি। আর পরে খেয়াল করলেও উদযাপন ‘জমা রেখে’ দিয়েছিলেন ম্যাচ জেতানোর পর করার জন্য!
আফিফ যখন ২৪ বলে অর্ধ-শতক হাঁকিয়ে মুশফিকুর রহিম ও লিটন কুমারের রেকর্ডে ভাগ বসিয়েছেন, বাংলাদেশের জয় তখন অনেকটাই নিশ্চিত। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার পর এমন একটি ইনিংস খেলে উচ্ছ্বসিত হওয়ারই তো কথা ছিল। কিন্তু আফিফের উদযাপনই যে নেই, উচ্ছ্বাসই বা কোথাও!
ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আফিফ জানান উদযাপন না করার কারণ।
তিনি বলেন, ‘সত্যি বলতে হাফ সেঞ্চুরি যে হয়েছে খেয়ালই করিনি। বুঝতে পারার পর চিন্তা ছিল একেবারে ম্যাচ জিতেই উদযাপন করব। কিন্তু করতে পারিনি, তার আগেই আউট হয়ে গেলাম।’
তবে ৫২ রানের মারকুটে ইনিংসে দল জয় পাওয়ায় তৃপ্তি আফিফের। তিনি বলেন, ‘এমন একটা ইনিংস খেলে দেশকে জেতাতে পারার অন্যরকম আনন্দ। এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। অন্যরকম এক অনুভূতি। এতদিন পর জাতীয় দলে ফিরে এমন একটা ইনিংস খেলেছি, দর্শকরা খুশি হয়েছে- এটা আনন্দদায়ক ছিল। ইচ্ছা পূরণ হল।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।