Scores

অলিভিয়ারের বিলাসী স্বপ্ন, ক্ষোভে ফেটে পড়েছে দক্ষিণ আফ্রিকানরা

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা জাতীয় দল থেকে অবসর গ্রহণ করেন তরুন পেসার ডুয়ানে অলিভিয়ার। মাত্র ২৬ বছর বয়সেই তার জাতীয় দল থেকে অচমকা অবসর গ্রহণে বেশ হতাশই হয়েছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ভক্তরা। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কী নজর কাড়া বোলিংই না করলেন অলিভিয়ার। ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি। তবে কোলপ্যাক চুক্তিতে তিনি ৩ বছরের জন্য ইংল্যান্ডে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন , খেলবেন ইয়র্কশায়ারের হয়ে।

 

অলিভিয়ারের বিলাসী স্বপ্ন, ক্ষোভে ফেটে পড়েছে দক্ষিণ আফ্রিকানরা
ছবি : ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইংল্যান্ডের জন্য টেস্ট খেলার ইচ্ছার কথা জানান। অলিভিয়ার বলেন “আমি স্বীকার করি আমার দক্ষিণ আফ্রিকান ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি আমি যদি ভালো খেলতে পারি তবে ভবিষ্যতে আমি ইংল্যান্ডের হয়ে খেলতে পারবো।আপনার অবশ্যই কিছু লক্ষ্য থাকা উচিত জীবনে। “

Also Read - বিয়ের পিঁড়িতে মিরাজ


অলিভিয়ার আরো বলেন,  “মানুষ হয়তো ভাববে এটা আমার জন্য অসম্ভব হবে। তবে আমি যদি ভালো খেলি তবে আপনি জানেন না ভবিষ্যতে কী হবে। আমি জানিনা আমি ভবিষ্যতে আমি কী করবো, যা আমি আপাতত যা করতে পারি তা হচ্ছে এই সিজনে নিজের সেরাটা দেওয়া। আমি বিশ্বাস করি সব কিছু একটা কারনের জন্য হয়। আমি বেশি দূরে ভাবতে চাইনা। হ্যা ইংল্যান্ডের জন্য খেলা একটা স্বপ্ন তবে আমি আপাতত আমার পুরো মনোযোগ ইয়র্কশায়ারের হয়ে খেলায় দিতে চাই ।”

তবে অলিভিয়ারের এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ভক্তরা । নিজেদেরকে প্রতারিত ভাবছেন তারা। তাদের মতে খেলোয়াড়েরা দেশের হয়ে নিজেকে প্রমাণের প্ল্যাটফর্ম পেয়ে ভালো করে দেশ ছেড়ে উন্নত দেশে চলে যাওয়াটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা। অনেকে আবার বর্ণবাদী অভিযোগও এনেছেন তার বিপক্ষে। তাদের মতে শ্বেতাঙ্গ খেলোয়াড়েরা এই রকম কাজ বেশি করছে। দেখে নিন ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকান ভক্তদের কিছু টুইট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

আইসিসির ওপর চটেছে বিসিসিআই

দুর্দান্ত জয়ের দিনে জরিমানা দিল ইংল্যান্ড

পাহাড় টপকে সিরিজ জিতল ইংল্যান্ড

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে চমক

সমতায় সিরিজ শেষ করলো ইংল্যান্ড