Scores

অলিম্পিকে ক্রিকেট চান ৮৭০ মিলিয়ন সমর্থক

বিশ্বের প্রায় সবগুলো ক্রীড়া ইভেন্ট নিয়ে প্রতি চার বছর পর পর বসে অলিম্পিকের আসর। বিশাল ক্রীড়াযজ্ঞের মহিমা প্রকাশ করতে অনেকে একে আখ্যা দিয়ে থাকেন ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে। অথচ দুঃখের বিষয়, ক্রীড়া নিয়ে যেখানে এতো আয়োজন, সেই অলিম্পিকে নেই ক্রিকেটের কোনো ইভেন্ট।

অলিম্পিকে-ক্রিকেট-চান-৮৭০-মিলিয়ন-সমর্থক
অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত হলে তৈরি হতে পারে বাংলাদেশের স্বর্ণ জয়ের সম্ভাবনাও! ছবি: বিডিক্রিকটাইম

অলিম্পিকে ক্রিকেটের অস্তিত্ব ছিল শেষবার ১৯০০ সালে, যখন ক্রিকেটই ঠিকমতো মাথা তুলে দাঁড়াতে পারেনি। এরপর থেকে আর অলিম্পিকের ময়দানে পা রাখা হয়নি ‘ভদ্রলোকের খেলা’র। ২০২৪ অলিম্পিক আসরে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য আইসিসি বেশ কদিন ধরে চেষ্টা করে আসলেও আইসিসির অন্যতম প্রভাবক সদস্য ভারতের সম্মতি না থাকায় হচ্ছে না সেটিও।

তবে ক্রিকেটের সিংহভাগ সমর্থক এবং দর্শক অলিম্পিকেও দেখতে চান ক্রিকেট। সম্প্রতি আইসিসির একটি জরিপে উঠে এসেছে এমন তথ্য।

Also Read - খোলস ছেড়ে বেরিয়ে সাব্বিরের অর্ধশতক


ক্রিকেটের বাজারজাতকরণ ও বিশ্বায়নের ব্যাপারটি সামনে রেখে সম্প্রতি একটি জরিপ চালায় আইসিসি। জরিপে অংশ নেন আইসিসির বারোটি সদস্য দেশ বা অঞ্চল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, আয়ারল্যান্ড, উইন্ডিজ পাকিস্তান এবং সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বেশ আগ্রহ দেখান দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ক্রিকেট সমর্থকরা।

আইসিসির এই জরিপের ফলাফল বলছে, পুরো বিশ্বে ক্রিকেট সমর্থক রয়েছেন মোট ১০৩৯ মিলিয়ন। এর মধ্যে বারোটি সদস্য দেশ এবং চীন ও যুক্তরাষ্ট্রেই রয়েছেন ৯৫২ মিলিয়ন সমর্থক। বাকি ৮৭ মিলিয়ন সমর্থক রয়েছেন পৃথিবীর বাকি দেশগুলোতে। এই বিপুল পরিমাণ ক্রিকেট সমর্থকের মধ্যে ৮৭০ মিলিয়নেরও বেশি সমর্থক ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে ক্রিকেট দেখতে চান।

ফুটবল বা হকির মত ক্রিকেটকেও অলিম্পিকের অন্তর্ভুক্ত করতে আইসিসির চেষ্টা চলছে বেশ কয়েক বছর ধরেই। ১২টি দেশের অংশগ্রহণে টি-২০ ফরম্যাটে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি ইভেন্ট যুক্ত করতে চাচ্ছিল আইসিসি। তবে ক্রিকেটের ‘বড় বাজার’ ভারতের অসম্মতিতে এগোচ্ছে না এই প্রক্রিয়া।

আরও পড়ুনঃ মোসাদ্দেক-সাব্বিরে স্বস্তিতে বাংলাদেশ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

২০২৮ অলিম্পিকে ক্রিকেট!