Scores

অল্পের জন্য প্রাণে বাঁচলেন থমাস

রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশান থমাস। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া এই ক্রিকেটার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। থমাস দুর্ঘটনার শিকার হয়েছিলেন গত রবিবার (১৬ ফেব্রুয়ারি)।

সুস্থ হয়ে উঠছেন দুর্ঘটনা কবলিত থমাস
ক্যারিবিয়ান পেসার ওশান থমাস।

রাস্তায় গাড়িতে করে চলাচলের সময় দুর্ঘটনায় পড়েন থমাস। দুইটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ। ফলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল এই পেসারকে। তবে বড় কোনো দুর্ঘটনার শিকার হননি তিনি। সংঘর্ষে অল্পের ওপর দিয়েই গিয়েছেন থমাস।

ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক ঘোষণায় থমাসের দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়, ‘১৬ ফেব্রুয়ারি (রবিবার) সেন্ট ক্যাথেরিনের ওল্ড হারবার হাইওয়ে ২০০০ এর নিকট দুইটি যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন থমাস। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

Also Read - মাশরাফির ফিটনেস নিয়ে ধোঁয়াশায় বিসিবি


এই পেসার এখন সুস্থ হয়ে উঠছেন। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে, আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হবে। সিরিজে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আছে। ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে নেই থমাস। টি-টোয়েন্টি সিরিজের দলেও না থাকলে আপাতত জাতীয় দলের হয়ে তার খেলা নেই।

অবশ্য পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় নির্ভর করছে থমাসের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা না থাকার ওপর। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৪ মার্চ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দল পেয়েছেন থমাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এই পেসারের খেলা না হলে তার পরবর্তী মিশন হবে আইপিএল। ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চ্যাইজি টুর্নামেন্টটিতে থমাসকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

অশ্বিনের সাথে কোয়ারেন্টাইনে থাকতে চান বাটলার!

আইপিএল নিয়ে বড় বিপাকে বিসিসিআই

মিলিয়ন ডলারের চুক্তি ছাড়ার পরামর্শ স্মিথ-কামিন্সদেরকে

কপাল পুড়ল মাঞ্জরেকারের

উইলিয়ামসন-বোল্টদের কোর্টে বল ঠেলে দিল বোর্ড