Scores

অশ্বিনকে টুকরো করলেন অ্যান্ডারসন, ভক্তদের নিন্দার ঝড়

আলোচনা সমালোচনা যেন পিছু ছাড়ছেই না অশ্বিনের। সম্প্রতি আইপিএলে মানকাড কান্ডের জন্য বেশ সমালোচিত হয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেই ম্যাচে ১৩তম ওভারের শেষ বলের আগে জস বাটলার ক্রিজ থেকে আগেই বের হয়ে আসেন। কোন রকম সতর্ক করা ছাড়াই অশ্বিন তার প্রান্তের স্টাম্পের বেল খুলে নেন। ফলে রান আউট হয়ে বাটলারকে সাজঘরে ফিরতে হয়। বাটলারের রান আউটের পর জিততে থাকা ম্যাচে ব্যাটিং কলাপ্স করে রাজস্থান ও ম্যাচ জিতে নেয় অশ্বিনের পাঞ্জাব।

অশ্বিনকে টুকরো করলেন এন্ডারসন, ভক্তদের নিন্দার ঝড়

Also Read - লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ!


ছবি : বিবিসি, টুইটার

তার সেই মানকাড কান্ডের পর পুরো বিশ্বেই সাবেক ক্রিকেটারদের নিন্দার ঝড় উঠে। বিশেষ করে ইংল্যান্ড থেকে নিন্দার ঝড়টা বেশিই আসে।
তবে এবার নিন্দা করতে গিয়ে বেশ অদ্ভুত কান্ডই করে ফেললেন কিংবদন্তী ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। বিবিসির একটি অনুষ্ঠানে তিনি অশ্বিনের ছবি মেশিন দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলেন।

টুইটারে এ নিয়ে একটি ভিডিও আপলোড হয় সম্প্রতি। ভিডিওতে বলা হয় অপর দিক দিয়ে বলা হয় অশ্বিনের মানকাড কান্ডের জন্য তাকে শাস্তি দিচ্ছেন অ্যান্ডারসন।

এইদিকে অ্যান্ডারসনের এই ভিডিওর পর নিন্দার ঝড় উঠেছে ভারতে। ভক্ত, সাবেক ক্রিকেটার সকলেই নিন্দা জানিয়েছেন এই ধরনের আচরনের। তাদের দাবি অশ্বিন যা করেছে তা হয়তো ঠিক ছিলোনা, তবে অ্যান্ডারসনের মতো একজন তারকা খেলোয়াড়ের এমন করাটা মোটেও ঠিক হয়নি। ব্যাপারটাকে সে অনেক দূরে নিয়ে গিয়েছেন অ্যান্ডারসন, দাবি ভারতীয় ভক্তদের। দেখে নিন ভক্তদের কিছু টুইট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়