Scores

অশ্বিনের ‘সরি’-এর জবাবে হরভজনের শুভকামনা

ভারতের মাটিতে উইকেট শিকারের সংখ্যায় অফ স্পিনার হরভজন সিংকে ছাড়িয়ে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টেস্টে আট উইকেট পাওয়ার পথে হরভজনকে টপকে যান তিনি। অফ স্পিনে নিজের আদর্শকে ছাড়িয়ে যাওয়ার স্বাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হরভজনকে ‘সরি’ বলেছেন অশ্বিন।

অশ্বিনের 'সরি'-এর জবাবে হরভজনের শুভকামনা

দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, “২০০১ সালের অস্ট্রেলিয়া সিরিজের খেলা যখন দেখা শুরু করলাম সেখানে ভাজ্জু পা (হরভজন)  খেলছিলেন। তখন আমার কল্পনায়ও ছিল না যে অফ স্পিনার হিসেবে দেশের জন্য খেলব। রাজ্য দলের হয়ে আমি ব্যাটসম্যান হিসেবে খেলতাম আর  ব্যাটসম্যান হিসেবেই  দেশের হয়ে খেলার চেষ্টা করছিলাম।” 

Also Read - দিবারাত্রি টেস্টের দলে ফিরলেন উড ও বেয়ারস্টো


“সেখান থেকে এসে আজকে তার রেকর্ড ছাড়িয়ে যাওয়া, এটা অবিশ্বাস্যরকমের স্পেশাল। রেকর্ডটি আমার জানা ছিল না। এখন জেনে দারুণ লাগছে। সরি ভাজ্জু পা!”

এক সময়ের সতীর্থ অশ্বিনের কাছে রেকর্ড হারানোতে আনন্দই পেয়েছেন হরভজন। অশ্বিনের ‘সরি’ এর জবাবে হরভজন যে টুইট করেছেন  তা দেখে সেটাই মনে হয়েছে। টুইটারে হরভজন লিখেছেন, “তুমি একজন চ্যাম্পিয়ন। আমি আশা করি সামনে এর চাইতে আরও বড় রেকর্ড করবে। চালিয়ে যাও, আরও সফল হও। তোমায় স্রষ্টা আশীর্বাদ করুক।”

 

টেস্টে ভারতের মাটিতে হরভজনের উইকেট ২৬৫টি। চেন্নাই টেস্ট শেষে অশ্বিনের উইকেট হরভজনের চেয়ে তিনটি বেশি। অশ্বিনের চেয়ে এগিয়ে আছেন একমাত্র অনিল কুম্বলে। এ সাবেক স্পিনারের ভারতে টেস্ট উইকেট ৩৫০টি।

Related Articles

আঙুল তুলে বলতে পারবে না আমি আনফিট : ধোনি

অ্যাঞ্জিওপ্লাস্টির পর হাসপাতাল ছাড়লেন মুরালিধরন

৯টি ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে অলিম্পিকে খেলার অনুমতি দিল বিসিসিআই

কোহলির পরামর্শেই ব্যাটিংয়ে উন্নতি করেছেন বাবর