Scores

অশ্বিনের সাথে কোয়ারেন্টাইনে থাকতে চান বাটলার!

গত বছর আইপিএলে জস বাটলারকে মানকাড করে হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সেই বাটলার কোয়ারেন্টাইনের ঝুঁকি এড়াতে অশ্বিনের সাথেই কোয়ারেন্টাইনে থাকতে চান!

অশ্বিনের সাথে কোয়ারেন্টাইনে থাকতে চান বাটলার!

সম্প্রতি মানকাড ইস্যুটি আবারো সামনে এসেছে অশ্বিনের এক টুইটে। টুইটারে নিজের নাম বদলে ‘লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া’ করে আলোচনায় এসেছিলেন। নতুন করে অশ্বিন আলোচনায় আসেন মানকাডের একটি ছবি সংযুক্ত করে।

Also Read - দুস্থদের জন্য লিটন-সঞ্চিতার প্রশংসনীয় উদ্যোগ


আগেভাগে সীমানা পেরিয়ে মানকাডে আউট হয়েছেন বাটলার- নিজের মানকাডের এমন একটি ছবি সংযুক্ত করে অশ্বিন লিখেন, ‘একজন আমাকে এই ছবি পাঠালেন এবং বললেন- সেই রান আউটের এক বছর হয়ে গেছে। দেশ যখন লকডাউনে তখন মানুষের জন্য এটা ভালো দৃষ্টান্ত হতে পারে। বাইরে বের হবেন না, ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

অশ্বিনের সেই টুইট দৃষ্টি এড়ায়নি বাটলারেরও। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাটলারের কণ্ঠে উঠে আসে সমসাময়িক নানা বিষয়। কোয়ারেন্টাইনে বা সেলফ আইসোলেশনে কাকে সঙ্গী হিসেবে চান, এমন রসিক প্রশ্নে বাটলারের উত্তর ছিল অশ্বিনের নাম!

বাটলার বলেন, ‘খুব সম্ভবত অশ্বিনকেই চাইব। এক বছর হয়ে গেল সেই মানকাড আউটের। এ নিয়ে অনেক টুইট পাচ্ছি আমি, বলা হচ্ছে- বাইরে যেও না, নিরাপদ থাকো। সাথে মানুষজন ছবিটাও যুক্ত করে দিচ্ছে!’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কেকেআরের শিরোপা জয়ে সাকিবের অবদান স্মরণ

‘সাকিব আমাদের সুপারস্টার’

বিদেশি লিগে খেলার আর্জি বাড়ছে ভারতীয়দের

বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন

করোনায় ক্ষতিগ্রস্ত ক্রিকেটের যত সিরিজ