Scores

অসুবিধা হলে দুই দলেরই হবে: আল আমিন

গোলাপি বলই সম্ভবত গত কদিন ধরে ভারত ও বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়। আর ৩ দিন পরই দুই দল নামবে নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট খেলতে। তার আগে সব মনোযোগ, সব আলো এই গোলাপি বলের দিকে।

অসুবিধা হলে দুই দলেরই হবে আল আমিন

অবশ্য ‘কৃত্রিম আলো’ বলা যেতে পারে। ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলার বিরল অভিজ্ঞতা নেওয়ার আগে এই গোলাপি বলের সাথে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আলো। শিশিরে সিক্ত সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় গোলাপি বল খুঁজে বেড়ানো ক্রিকেটাররা ভীষণভাবে রোমাঞ্চিত। অনুশীলনেই যদি এতটা রোমাঞ্চ অনুভব হয়, পাঁচ দিনের টেস্টে না জানি কী হবে!

Also Read - দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তামিম


যদিও বাংলাদেশের নাজুক টেস্ট স্কিল এই ম্যাচকে পঞ্চম দিনে নিয়ে যেতে পারবে কি না সেটাও বড় এক প্রশ্ন। তবে বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেন এই ম্যাচে দুই দলেরই সমান অবস্থান দেখছেন। কারণ বাংলাদেশের মত ভারতও এই ম্যাচেই প্রথমবার খেলবে গোলাপি বলে।

দিবারাত্রির ইডেন টেস্টকে সামনে রেখে দুই দল পাড়ি জমাচ্ছে কলকাতায়। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোলাপি বলের আলোচনায় আল আমিন বলেন, ‘ভিন্ন তো অবশ্যই। আমরা গোলাপি বলে খেলিনি কখনো। সাদা বলে খেলেছি, লাল বলেও খেলেছি। গোলাপি বলটা সবার জন্যই নতুন। একটু ভিন্নভাবে তৈরি। সবার জন্যই প্রতিবন্ধকতা হবে। বল ভিজে গেলে আমাদের জন্যও ভেজা থাকবে, ভারতের জন্যও ভেজা থাকবে। ওদের ব্যাটসম্যানদেরও অসুবিধা হবে, আমাদের ব্যাটসম্যানদেরও হবে।’


গোলাপি বল কিংবা ফ্লাডলাইটের আলোয় টেস্টের পুরোপুরি অনভ্যস্ততা ভুলে আল আমিন তাই সামনে তাকাতে চান। পিছু ফিরে দেখতে চান না ইন্দোর টেস্টের দুঃস্মৃতি।

তিনি বলেন, ‘গত ম্যাচে যা হয়েছে এসব নিয়ে ভাবলে তো সামনে আগানো কঠিন। কলকাতায় দলগতভাবে ভালো করার চেষ্টা থাকবে। ঐতিহাসিক একটা টেস্ট। সবাই উন্মুখ হয়ে আছি। ভারতও অপরিচিত, আমরাও অপরিচিত। সেই হিসেবে চ্যালেঞ্জিং ম্যাচ হবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিজেকে পরিবর্তন করতে হবে: আল-আমিন

আল-আমিনকে শাস্তি দিল বিসিবি

দল ঘোষণা ২২ তারিখ, ফিরছেন সাইফউদ্দিন!

আল আমিন ‘ফিট’, বাদ পড়লেন অন্য ভাবনায়

রুবেল ও আল-আমিনের বাদ পড়ার কারণ