Scores

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।

ক্যারিয়ার শেষে ৩০০ উইকেট পেতে চান রুবেল!

রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি সংযুক্ত করে আপলোড করা পোস্টে রুবেল হোসেন লিখেন, ‘অনেক অসুস্থ হয়ে পড়লাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ্ ভরসা।’

Also Read - মুস্তাফিজের ভুল ধরিয়ে দিলেন জহির


গত জানুয়ারি মাস থেকেই টানা ক্রিকেটের মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে তিন জাতির টি-২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে মাঠে নামে বাংলাদেশ।

হোম সিরিজে দলের সাথে থাকলেও সবগুলো ম্যাচে খেলা হয়নি, তবে নিদাহাস ট্রফিতে বাংলাদেশের হয়ে সবগুলো ম্যাচে খেলেছিলেন রুবেল হোসেন। তার আগে অংশ নিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও। সব মিলিয়ে তাই ছিলেন ক্রিকেটের মধ্যেই। টানা ক্রিকেটের এই ধকল হয়ত সামলাতে পারেননি জীর্ণশীর্ণ রুবেল। আর এজন্যই শারীরিক অবস্থা একটু অনুপযুক্ত হয়ে পড়েছে তার।

নিদাহাস ট্রফির ফাইনাল শেষে বেশ কয়েকদিন ক্রিকেট অঙ্গনের আলোচনায় ছিলেন রুবেল। ভারতের বিপক্ষে ঐ ম্যাচে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তবে ডেথ ওভারে রুবেল হোসেনের এক ওভারে ২২ রান নিয়ে ম্যাচের মোড় পাল্টে দেন ভারতীয় ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ম্যাচ শেষে হারের জন্য অনেকেই তাই দায়ী করেন রুবেলকে। এর জের ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখও প্রকাশ করেন অভিজ্ঞ এই পেসার।

আরও পড়ুনঃ ঘাটতি পোষাতে নাফিসের ভিন্নরকম উদ্যোগ

[প্রস্তুতিতে যাতে ঘাটতি না থাকে, এজন্য ক্রিকেটাররা কতকিছুই না করে থাকেন। কেউ কেউ অতিরিক্ত সময় ঘাম ঝরান, বিদায় জানান বিশ্রামকে। তবে শাহরিয়ার নাফীস করলেন এর চেয়েও বেশি কিছু। ব্যাটিং অনুশীলনের জন্য তিনি ক্রয় করেছেন আস্ত একটি বোলিং মেশিন! নাফীস জানিয়েছেন, প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না থাকে এজন্যই… বিস্তারিত]

Related Articles

কাঠগড়ায় এবার ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতি

৬ মাসেও পরিশোধ হয়নি অলকদের বকেয়া

উপরের দিকে চোখ শান্ত’র

বোলিং অ্যাকশন নিয়ে বাড়ছে সচেতনতা

দুঃসময়ে তরুণদের পাশে মাশরাফি