Scores

অস্কারজয়ী অভিনেত্রীও ছিলেন বাংলাদেশের সমর্থক

বুধবার (৫ জুন) নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও বাংলাদেশ কুড়িয়ে নিয়েছে ক্রিকেট বিশ্বের প্রশংসা। ম্যাচ শেষে বিদেশি সমর্থকদের প্রতিক্রিয়াতেই বোঝা গেছে, বাংলাদেশি সমর্থকরা ছাড়াও অন্যান্য দেশের অনেকেই সমর্থন করছিলেন বাংলাদেশকে। আর সেই তালিকাতে ছিলেন অস্কারজয়ী এক অভিনেত্রীও!

অস্কারজয়ী অভিনেত্রীও ছিলেন বাংলাদেশের সমর্থক

তিনি টিলডা সুইনটন। প্রখ্যাত এই অভিনেত্রী বুধবারের ম্যাচের ভেন্যু ওভালে উপস্থিত থেকে সমর্থন করছিলেন টাইগারদের। এ সময় তার গায়েও ছিল বাংলাদেশের জার্সি। খেলা চলাকালীন অবস্থায় বেশ কয়েকবার টিভি ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয় তার দিকে। ম্যাচ চলাকালে টাইগার সমর্থক হিসেবে তার উপস্থিতি নিয়ে টুইট করেন বিবিসির নারী ক্রিকেট সাংবাদিক ইসাবেলে ওয়েস্টবুরি।

Also Read - বিতর্ক ছাপিয়ে স্টার্কের অগ্নিঝরা বোলিং, অস্ট্রেলিয়ার জয়


ব্রিটিশ এই তারকা এবার নিজ দেশে বসেই উপভোগ করছেন ক্রিকেট বিশ্বকাপ। স্বাগতিক ইংল্যান্ডের প্রতি তার সমর্থন থাকবে- এটিই স্বাভাবিক। তবে তার বাংলাদেশ সমর্থনের ব্যাপারটি অবাক করেছে সবাইকে। ম্যাচের শেষদিকে খেলা যখন বাংলাদেশের হাত থেকে ফসকে যাচ্ছিল, তখন টিভি পর্দায় বেশ মলিন দেখাচ্ছিল সুইনটনের চেহারা।

সাম্প্রতিক সময়ের আলোচিত অ্যাভেঞ্জার্স এন্ডগেমে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুইনটন। তার অভিনীত আরও একটি জনপ্রিয় টিভি সিরিজ ডক্টর স্ট্রেঞ্জ।

এছাড়াও অ্যাডাপ্টেশন, কনস্টানটিন, অনলি লাভার্স লেফট এলাইভ, দ্য ক্রনিকলস অব নার্নিয়ার মত বিখ্যাত সব চলচ্চিত্রে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ২০১৭ সালে মাইকেল ক্লেটন চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জেতেন অস্কার। ঐ বছরই ঢাকা লিট ফেস্টে অংশ নেওয়ার জন্য ঢাকা সফর করেছিলেন সুইনটন। তার বাংলাদেশ প্রীতির শুরুটা হয়ত সেখান থেকেই।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক