Scores

অস্ট্রেলিয়াকে শেবাগের বিদ্রূপের জবাব দিলেন হেইডেন

ক্রিকেট বিশ্বে পরাশক্তির সংখ্যা বাড়ছে। একইসাথে বাড়ছে দলগুলোর ‘খোঁচাখুঁচি’। ছোটখাটো ইস্যু পেলে এখন দলগুলোর সমর্থকরা তো বটেই, ঠাট্টা শুরু করেন সাবেক-বর্তমান ক্রিকেটাররাও।

অস্ট্রেলিয়াকে শেবাগের বিদ্রূপের জবাব দিলেন হেইডেন

সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াকে নিয়ে বেশ সমালোচিত পদ্ধতিতে ঠাট্টা করেছিলেন বীরেন্দর শেবাগ। কয়েকদিন আগেই ভারত জাতীয় দল অস্ট্রেলিয়া সফর করে এসেছে। এবার অস্ট্রেলিয়া জাতীয় দল আসছে ভারত সফরে। অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতকে নিয়ে স্বাগতিকরা কম ঠাট্টা করেনি। ভারতই বা বসে থাকবে কেন! সুযোগ বুঝে দেশটির একটি টেলিভিশন চ্যানেল কাজে লাগিয়েছে শেবাগকে। তার কোলে থাকা ছোট শিশুকে রূপক অর্থে দেখানো হয়েছে অস্ট্রেলিয়ার ভূমিকায়, যে কিনা শেবাগের কোলে হিসুও করে দেয়!

সম্প্রতি এমন একটি বিজ্ঞাপন প্রদর্শিত হলে রীতিমত হইচই পড়ে যায়। অস্ট্রেলিয়ার জার্সি পরা অনেকগুলো শিশুকে শেবাগ আদুরে ডাকে সম্বোধন করছেন- এমন দৃশ্যেই বিজ্ঞাপনের শুরু। এরপর দুটি শিশুকে কোলে নিয়ে শেবাগ তুলে ধরেন বিজ্ঞাপনের মর্ম। অস্ট্রেলিয়া সফরকালে ভারতীয় ক্রিকেটার রিশাভ পান্টকে ‘বেবিসিটার’ বলে সম্বোধন করেছিলেন টিম পেইন। ঐ ঠাট্টা নিয়েও আলোচনা কম হয়নি। শেবাগ ঐ ব্যাপারটি উল্লেখ করে বলেন, আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন ওরা জিজ্ঞেস করেছিল বেবি সিটিং করবে? আমরা বলেছিলাম, সবাই চলে আসো, অবশ্যই করবো

Also Read - বিপিএলে আসছে বরিশাল, আসতে চায় নোয়াখালীও

বলার অপেক্ষা রাখে না, বেবিসিটার খোঁজার আগ্রহ প্রকাশ করা অস্ট্রেলিয়াকেই এবার বেবি বা শিশু হিসেবে উপস্থাপন করছে ভারত!

বিজ্ঞাপনের শেষ দিকে দেখা যায়, অস্ট্রেলিয়ার জার্সি পরা এক শিশু শেবাগের কোলে বসে হিসু করে দিয়েছে। মূলত এই ব্যাপারটিই বিজ্ঞাপনটিকে নিয়ে এসেছে আলোচনা ও সমালোচনার বিষয় হিসেবে।


তবে শেবাগকে ব্যবহার করে ভারতের এমন অদ্ভুত ঠাট্টা ভালো ঠেকেনি অনেকের কাছেই। অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী ওপেনার ম্যাথু হেইডেনও তাই সতর্ক-বার্তা দিয়েছেন। তবে সেটিও ক্রিকেটীয় ভাষায়!

নিজের টুইটার একাউন্ট থেকে দেওয়া এক বার্তায় শেবাগকে উদ্দেশ্য করে হেইডেন লিখেন-

ভিরু (শেবাগ) বয় সতর্ক হও, অজিদের নিয়ে মজা করোনামনে রেখ ঐ কোলে বসা ছেলেদের কাছেই বিশ্বকাপ ট্রফি রয়েছে।’

প্রসঙ্গত, দুটি টি-২০ ও পাঁচটি ওয়ানডে ম্যাচের পৃথক দুটি সিরিজে অংশ নিতে শীঘ্রই ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মত বড় আসরের আগে এই দুই দলের লড়াইকে ধরা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটীয় লড়াই হিসেবে। ঠাট্টার ছলে খোঁচাখুঁচির ব্যাপারগুলো লড়াইকে আরও জমিয়ে তুলছে যেন!

Related Articles

অভিজ্ঞতার বিচারে বিশ্বকাপে যে দল যত এগিয়ে

স্মিথ-ওয়ার্নারের প্রতি পূর্ণ আস্থা আছে ফিঞ্চের

আগেভাগেই আইপিএল ছাড়বেন স্মিথ-ওয়ার্নার!

চুক্তিতে ফিরলেন স্মিথ-ওয়ার্নার, বাদ পড়েছেন মিচেল মার্শ

বিশ্বকাপের দলে নেই হ্যান্ডসকম-হ্যাজলউড, ফিরেছেন স্মিথ-ওয়ার্নার