অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত সূচনা
আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

প্রকাশিত হয়েছে - 2023-01-14T17:06:20+06:00
আপডেট হয়েছে - 2023-01-14T17:06:20+06:00
খেলার সারসংক্ষেপ
আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা পেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে বাঘিনীরা। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য ১৩ বল হাতে রেখেই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
বেনোনিতে টস জিতে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দল। শুরুতেই অজিদের চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। ৩.৩ ওভারে ২২ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। দুইটি উইকেটই নেন দিশা বিশ্বাস। কিন্তু তৃতীয় উইকেটে সেই ধাক্কা কাটিয়ে ওঠে অস্ট্রলিয়া। আর উইকেট শিকার করতে না পারলেও রানের চাকায় ঠিকই লাগাম টেনে রেখেছিল বাংলাদেশ।
১৬.৪ ওভারে অজিদের তৃতীয় উইকেটের পতন হয় ৯৮ রানে। তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি ভাঙেন রাবেয়া। অর্ধশতক হাঁকানো ক্লেয়ার মুরকে শিকার করেন তিনি। মুর করেন ৫১ বলে ৫২ রান। পরের ওভারে জোড়া উইকেট পান মারুফা আক্তার। ১৮ ওভারে পাঁচটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
শেষ দুইটি ওভারে বেশি রান খরচ করে ফেলে বাংলাদেশ, ২৮ রান। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দলের সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান।
ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। গোল্ডেন ডাকের স্বাদ নিয়ে ফিরে যান মিষ্টি সাহা। তবে দ্বিতীয় উইকেটে দলকে জয়ের পথে রাখেন আফিয়া প্রত্যাশা ও দিলারা আক্তার। দিলারা বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন আর তাকে সঙ্গ দেন আফিয়া।
প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ১০ ওভারে বাঘিনীদের প্রয়োজন ছিল ৬৫ রান। যদিও ১১তম ওভারে কিছুটা ছন্দপতন হয়। ৬৬ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ৪২ বলে ৪০ রান করে বিদায় নেন দিলারা। একই ওভারে বিদায় নেন আফিয়াও। তিনি করেন ২২ বলে ২৪ রান।
তবে স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার বাংলাদেশের জয় নিশ্চিত করেন। স্বর্ণা ১৫ বলে ১৩ রান করে সঙ্গ দেন সুমাইয়াকে। আর সুমাইয়া খেলেন ঝড়ো ইনিংস। মাত্র ২৭ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস আসে তার ব্যাট থেকে। সুমাইয়া হাঁকান ছয়টি চার ও একটি ছক্কা। ফলে ১৩ বল ও সাত উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১৩০/৫ (২০ ওভার) (মুর ৫২, ইলা ৩১; দিশা ২/২৫, মারুফা ২/২৯)
বাংলাদেশ ১৩২/৩ (১৭.৫ ওভার) (সুমাইয়া ৪১*, দিলারা ৪০, আফিয়া ২৪, স্বর্ণা ১৩*)
বাংলাদেশ সাত উইকেটে জয়ী।