অস্ট্রেলিয়ার আরও একটি সিরিজ বাতিল
২৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচ খেলার কথা থাকলেও কোভিড-১৯ মহামারীর কারণে তা বাতিল করেছে স্কটল্যান্ড। ভবিষ্যতেও এই ম্যাচের কোনো নতুন দিনক্ষণ ঠিক করা হচ্ছে না। কারণ লজিস্টিক সকল কিছুর ব্যবস্থা করা হয়েছিল ঐ একটি মাত্র ম্যাচ আয়োজনের জন্য।
স্কটল্যান্ডের দা গ্রেঞ্জে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে নিউজিল্যান্ডের স্কটল্যান্ড সফরও বাতিল হয়েছে। একটি টি-২০ ও একটি ওয়ানডে খেলতে সফরের কথা ছিল ব্ল্যাকক্যাপসদের। কিন্তু ১ জুলাই পর্যন্ত স্কটল্যান্ডে সব ধরণের ক্রিকেট নিষিদ্ধ থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিও বাতিল হলো।
এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কটিশ ক্রিকেটার কাইল কোয়েতযার এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ধীরে ধীরে ক্রিকেটকে ভুলে যেতে পারে স্কটল্যান্ডের মানুষ।
Also Read - পন্টিংদের স্তব্ধ করে কার্ডিফ রূপকথার গল্পএ সিদ্ধান্ত জানাতে গিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী গাস ম্যাকে বলেন, “স্কটল্যান্ডের সবার জন্যে হতাশানজক খবর। তবে এরই মধ্যে সম্ভাব্য সকল বিকল্প পথ খুঁজে এই সিদ্ধান্তে এসেছি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ ম্যাচটি খেলা আর সম্ভব নয়।”
ক্রিকেট স্কটল্যান্ডের গভর্নিং বডি জানিয়েছে যারা এ ম্যাচের টিকিট ক্রয় করেছিল তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে।
জুলাইয়ে নেপাল এবং নামিবিয়ার বিপক্ষে ম্যাচ আছে স্কটল্যান্ডের। অবশ্য ঐ দুই ম্যাচের ভাগ্য এখনো নির্ধারিত হয়নি।
এ গ্রীস্মে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে দুই বোর্ড মিলে তা সেপ্টেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকার পর জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরতে যাচ্ছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।