SCORE

অস্ট্রেলিয়ার চমকে ভরা অ্যাশেজ স্কোয়াড

অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ১৩ সদস্যের  দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর এ দলে রয়েছে বেশ কিছু চমক। দল থেকে বাদ পড়েছেন ম্যাট রেনশ, ম্যাথু ওয়েড ও গ্লেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার চমকে ভরা অ্যাশেজ স্কোয়াড

উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের পরিবর্তে ডাক পেয়েছেন সাত বছর ধরে টেস্ট না খেলা ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইন। ২০১০ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পেইন। উইকেটের পেছনে টিম পেইনকে দায়িত্ব দেওয়ায় চমকে গিয়েছেন অনেকে। ব্যাট হাতে টিম পেইনের প্রথম শ্রেণির শতক মাত্র একটি। সেটি এসেছিল ২০০৬ এ। তার চেয়ে বড় বিষয় হলো, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার এ ক্রিকেটারকে উইকেটরক্ষক হিসেবে দেখা যায়নি।

শেফিল্ড শিল্ডে রান খরায় ভুগতে থাকা ম্যাট রেনশ বাদ পড়েছেন। দলে সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। প্রথম টেস্টেই অভিষেক হতে পারে তার। ডেভিড ওয়ার্নারের ওপেনিং সঙ্গী হিসেবে তাকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।

Also Read - পাঁচ ডাক মেরে কপিলকে স্পর্শ করলেন কোহলি

অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান ট্রেভর হনস বলেন, “ক্যামেরনের দূর্ভাগ্য ২০১৫ সালে বাতিল হওয়া বাংলাদেশ সফরে সে ছিল। সে দারুণ মেধাবী ও টেস্টের জন্য টেম্পারমেন্ট তার খুব ভালো।”

দলে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান শন মার্শ। মার্চে ভারতের বিপক্ষে টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে খেলেননি মার্শ।

ক্যামেরনের মতো টেস্টে অভিষিক্ত হননি এমন ক্রিকেটার রয়েছে আরো একজন। তিনি হলেন ৩০ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার চ্যাড সেয়ার্স। সেয়ার্সকে দলে নেওয়ার ব্যাপারে হনস বলেন, “সে ভালো নিয়ন্ত্রণের সাথে বলকে সুইং করাতে পারে এবং ঘরের মাঠের কন্ডিশনটাও খুব ভালো জানা আছে তার। “

প্রথম দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার  ১৩ সদস্যের স্কোয়াডঃ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জ্যাকসন বার্ড, চ্যাড সেয়ার্স।

আরো পড়ুনঃ পাঁচ ডাক মেরে কপিলকে স্পর্শ করলেন কোহলি

Related Articles

নীরবেই দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মিথ

অস্ট্রেলীয়দের নিয়ে মঈন আলীর ক্ষোভ

ব্যানক্রফটের নতুন ‘ঘর’

পাপন কিংবা সাকিব নন, তারিখ জানাবেন হোয়ে

ইংল্যান্ডের সর্বকালের সেরা একাদশ ঘোষণা