Scores

অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল!

দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে এখন বন্দর নগরী চট্টগ্রামে লড়ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। দু’দলের মধ্যকার টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রাম নিরাপত্তার চাদরে মুড়ে রাখলেও প্রথমদিনের খেলা শেষে ঘটেছে এক ন্যাক্কারজনক ঘটনা।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টিম বাস

ঘটনাটা দিনের খেলা শেষে স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফেরার পথের। স্টেডিয়াম থেকে বের হয়ে হোটেলে যাওয়ার পথে ‘ছোট একটি পাথরখণ্ডের’ ঢিল এসে লাগে সফরকারী অস্ট্রেলিয়ার টিম বাসে। এতে কোন ক্রিকেটার আঘাতপ্রাপ্ত না হলেও ভেঙ্গে যায় সফরকারীদের বহণকারী বাসের জানালার একটি গ্লাস।

Also Read - হাইলাইটস: বাংলাদেশ ২৫৬/৬, ১ম দিন, ২য় টেস্ট


অজিদের টিম বাসে ঢিল লাগার পর বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল।

পাশাপাশি এ ঘটনায় কোন ক্রিকেটার আহত হয়নি জানিয়ে তিনি সংবাদ মাধ্যমে জানান, ‘গত রাতে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটা জানালা ভেঙেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করে জানতে পেরেছে এটা ছোট্ট একটা পাথরের আঘাত। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলাচলের রুটে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

প্রসঙ্গত, এ ঘটনার জের ধরে আজ অর্থাৎ দ্বিতীয় দিনের খেলা থেকে চট্টগ্রামে আরো কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে টিম বাস চলাচলের রুট ও স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীও বাড়ানো হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে ‘মিনোজ’ বলে পরিচয় করাল অস্ট্রেলিয়ান মিডিয়া

ম্যাককালাম’কে ভুল প্রমাণ করল অস্ট্রেলিয়া

“মনে হচ্ছে না যে আমরা দলের বাইরে ছিলাম”

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে দুই সহ-অধিনায়ক, ফিরলেন লিন

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দলে পাঁচ নতুন মুখ