SCORE

সর্বশেষ

অস্ট্রেলিয়ার টিম বাসে ভারতীয়দের ঢিল!

ভারতের ক্রিকেটে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে মঙ্গলবার। ম্যাচ শেষ করে হোটেলে ফেরার সময় অতিথি দল অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছুঁড়েছে ভারতের সমর্থকরা। এতে ভেঙে গেছে ওয়ার্নারদের বহনকারী বাসের কাঁচ। [ইংরেজিতে পড়ুন: অস্ট্রলিয়ার টিম বাসে ভারতীয়দের ঢিল!]

অস্ট্রেলিয়ার টিম বাসে ভারতীয়দের ঢিল!

১০ অক্টোবর গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারত ও সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ জিতে স্বাগতিকরা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচে তাদের ৮ উইকেটের ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। আর এই হার মেনে নিতে পারেননি ভারতের উগ্র কতিপয় সমর্থক।

Also Read - আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে শান্তরা

ম্যাচ শেষে হোটেলে ফেরার সময় সফরকারী খেলোয়াড়দের বহনকারী বাসে পাথর ছুঁড়ে মারেন ভারতের সমর্থকরা। তৎক্ষণাৎ অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ তার টুইটার একাউন্টে অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ করে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে- ভারতীয় সমর্থকদের ছুঁড়ে দেওয়া পাথরের আঘাতে ভেঙে গেছে বাসের জানালার কাঁচ। যেদিকে খেলোয়াড়রা বসে ছিলেন, ঐদিকে লক্ষ্য করেই ঢিল ছুঁড়েছিল উগ্র সমর্থকরা।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ভারতের ক্রিকেট অঙ্গনে স্বভাবতই পড়েছে বেশ শোরগোল। অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দল কোথাও সফর করার ক্ষেত্রে তাদের প্রথম চাহিদা থাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা। অথচ ভারতকে হারিয়ে দেওয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উপর স্বাগতিক সমর্থকদের এমন হামলা ভারতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে।

ভারতীয় সমর্থকদের উগ্র আচরণ এবারই প্রথম নয়। ইতিপূর্বেও দেশটির ক্রিকেট সমর্থকরা ঘটিয়েছিলেন এমন ঘটনা। শুধু তা-ই নয়, মাঠের খেলায় দলের পারফরমেন্স সন্তোষজনক না হলে গ্যালারি থেকে বোতল ছুঁড়ে মারারও নেতিবাচক ইতিহাস রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্রিকেটারের পড়তি পারফরমেন্সের কারণে প্রায়শই তাদের বাড়িঘর ঘেরাও করে ভাঙচুর চালিয়ে থাকেন দেশটির উগ্র ক্রিকেট সমর্থকরা।

উল্লেখ্য, ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য বর্তমানে ভারত সফরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে হেরে গেলেও টি-২০ সিরিজে লড়াকু ক্রিকেট উপহার দিচ্ছে সফরকারীরা।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ব্যানক্রফটের নতুন ‘ঘর’

পাপন কিংবা সাকিব নন, তারিখ জানাবেন হোয়ে

ইংল্যান্ডের সর্বকালের সেরা একাদশ ঘোষণা

সিরিজ জিতেও রেটিং হারাল বাংলাদেশ

‘বল টেম্পারিংয়ের ভিডিও এডিটেড ছিল’