Scores

অস্ট্রেলিয়ার তিন লাখ ডলার পানিতে!

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় ওয়ানডে। এজন্য হয়তো আফসোস করছেন বাংলাদেশের অনেক সমর্থক। তবে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের যে আর্থিক ক্ষতিটা হয়ে গেল, সে তুলনায় সেই আফসোস হয়তো কিছুই নয়।

নিউজিল্যান্ডের বৃষ্টিতে ভেসে গেল অজিদের তিন লাখ ডলার।

একেই হয়তো বলে ‘কারো পৌষ মাস আরও কারো সর্বনাশ’। এমনিতেই দিন ভালো যাচ্ছিলোনা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। অনেক দিন পরে ভারতের মাটিতে সিরিজ জয়ের সুযোগ ছিল তাদের। কিন্তু সিরিজে ১/০ তে এগিয়ে গিয়েও হেরে যেতে হয়েছে স্বাগতিকদের কাছে। এই বেদনা কাটিয়ে উঠতে না উঠতেই নিউজিল্যান্ডের বৃষ্টিতে এবার ভেসে গেল তাদের পুরো তিন লাখ ডলার।

হ্যামিল্টনে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে বৃষ্টির কারণে হারতে হারতে বেঁচে গেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার। আইসিসির নিয়ম অনুযায়ী, এপ্রিলের ১ তারিখ পর্যন্ত টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল বোনাস হিসেবে পাবে ১০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে থাকা দলটি পাবে পাঁচ লাখ ডলার। আর তৃতীয় স্থানে থাকা দল পাবে দুই লাখ ডলার।

Also Read - ওয়ানডেতে সবার ওপরে নড়াইল এক্সপ্রেস


ভারত যে শীর্ষস্থান হারাচ্ছে না,তা নিশ্চিতই ছিল। শুরু দুই নম্বর স্থানের জন্য লড়াই চলছিল অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টটি হারলে তিন নম্বরেই থেকে যেতে হতো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হওয়ায় অস্ট্রেলিয়াকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রোটিয়ারা। ফলে দক্ষিণ আফ্রিকার ভাগ্যেই জুটছে পাঁচ লাখ ডলার। অস্ট্রেলিয়াকে সন্তুষ্ট থাকতে হচ্ছে দুই লাখ ডলার নিয়ে। ফলে তিন লাখ ডলার তাদের খোয়াতে হচ্ছে।


আরও দেখুন- ওয়ানডেতে সবার ওপরে নড়াইল এক্সপ্রেস


চতুর্থ দিন শেষে হ্যামিল্টনে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৮০ রান করতেই পাঁচ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টির বাধায় আর খেলা মাঠে না গড়ানোয় শেষপর্যন্ত ড্র পেয়ে গেছে ফাফ ডু প্লেসির দল। তিন ম্যাচের সিরিজ তারা শেষপর্যন্ত জিতেছে ১-০ ব্যবধানে।

উল্লেখ্য। ২০০৪ সালের পর থেকে প্রোটিয়াদের ঘরে-বাইরে কোথাও হারাতে পারেনি কিউইরা। এ সময়ে দু’দল মুখোমুখি হয়েছে ১৫ টেস্টে; ১০টিতেই দক্ষিণ আফ্রিকার জয়, ড্র বাকি পাঁচটিতে। ১৩ বছর পর হ্যামিল্টন টেস্টে জিততে যাচ্ছিল নিউজিল্যান্ড; এবার বাদ সেধেছে বৃষ্টি।

  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ম্যাককালাম’কে ভুল প্রমাণ করল অস্ট্রেলিয়া

“মনে হচ্ছে না যে আমরা দলের বাইরে ছিলাম”

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে দুই সহ-অধিনায়ক, ফিরলেন লিন

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দলে পাঁচ নতুন মুখ

অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের ‘ফাইনাল’ বার্তা