Scores

অস্ট্রেলিয়ার বক্সিং-ডে টেস্টের দল ঘোষণা

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টটি পড়েছে বক্সিং ডেতে। এই টেস্টের জন্য সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন পিটার সিডল।


প্রতিবেশি দুই দেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটিতে জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সফরকারী কিউইদেরকে তারা হারিয়েছে ২৯৬ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে।

Also Read - ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া স্কোয়াডে '৭' পরিবর্তন!


স্বাগতিকদের দলে তেমন কোনো বড় পরিবর্তন নেই। দলে ফিরেছেন সিডল। ইংল্যান্ড সফরে অ্যাশেজ সিরিজের পর তিনি ছিটকে যান দল থেকে। গুরুত্বপূর্ণ এই টেস্টে দলে ফেরানো হয়েছে তাকে। আরেক পেসার জস হ্যাজলউডের চোটে দলে জায়গা পেয়েছেন সিডল।

খ্রিষ্টধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব ক্রিস্টমাস শেষে ২৬ ডিসেম্বর প্রতিবছর বক্সিং টেস্টের আয়োজন করা হয়। ঐতিহাসিক মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ( এমসিজি) অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সিরিজের শেষ ও তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে নতুন বছরের ৩ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয়ের প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে শতক ও অর্ধশতক হাঁকিয়েছিলেন মারনাস লাবুশেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেও দুই শতক এসেছিল তার ব্যাট থেকে। টানা তিন ম্যাচেই তিন অঙ্ক স্পর্শ করলেন ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। টানা চার টেস্টে শতক করার রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: টিম পেইন, জো বার্নস, প্যাট কামিন্স, পিটার সিডল, ট্রেভিস হেড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল নেসার, জেমস প্যাটিনসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বড় দলের বিপক্ষে খেলার সুযোগ চায় বাংলাদেশ

ল্যানিং-হিলিদের কাছে ৮৬ রানে ম্যাচ হারল সালমারা

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের নাম ঘোষণা

স্টার্কদের আগুনে পুড়ে ছাই প্রোটিয়ারা

ডু প্লেসিসকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল!