Scores

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি ঘোষণা

চলতি বছরই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার সেই বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অজিরা। 

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি ঘোষণা 2

সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১১ জুন। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১৯ জুন।

Also Read - তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


প্রথম ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সিরিজের প্রথম ম্যাচের আগে চট্টগ্রামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। ১১ জুন শুরু হওয়া প্রথম টেস্ট শেষে দুই দল ঢাকায় পা রাখবে ১৬ জুন। ১৯ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট।

২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অজিদের। তবে সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে সিরিজটি খেলবে তারা।

সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল অজিরা। চট্টগ্রাম টেস্টে হেরে গেলেও ঢাকায় সিরিজের প্রথম টেস্টে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের বীরত্বে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় হয়ে আছে সেই টেস্ট। অস্ট্রেলিয়া জাতীয় দলের এবারের বাংলাদেশ সফরকে ঘিরে তাই কাজ করছে বাড়তি উন্মাদনা।

একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

১ম টেস্ট, ১১-১৫ জুন, চট্টগ্রাম
২য় টেস্ট, ১৯-২৩ জুন, ঢাকা

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টিকটক ভিডিও বানাতে কোহলিকে চাপ দিচ্ছেন ওয়ার্নার!

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

সালমান-রল্টনের সাথে ডিনার করতে চান ইমরুল

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন