Scores

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর : স্বাস্থ্য সুরক্ষাকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’

অবশেষে চূড়ান্ত হল অস্ট্রেলিয়া জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার স্বল্প সময়ের বাংলাদেশ সফরে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্বাস্থ্য সুরক্ষাকে 'সর্বোচ্চ অগ্রাধিকার'

করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ে দলগুলোকে রেখে খেলা পরিচালনা করা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আয়োজকদের জন্য। বাংলাদেশ সফরের ক্ষেত্রে আবার একগাদা শর্ত ও বাধ্যবাধকতা জুড়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিসিবি সব শর্ত মেনেই চূড়ান্ত করেছে সিরিজ।

Also Read - ইংল্যান্ডে হেনস্তার শিকার লামিচানে, জবাব চাইলেন ইসিবির কাছে

সূচি চূড়ান্তের পর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আসন্ন পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দলগুলোর স্বাস্থ্যগত সুরক্ষায়।

তিনি বলেন, ‘সূচি চূড়ান্ত করার জন্য বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া অক্লান্ত পরিশ্রম করেছে। করোনা মহামারীর সময়ে এটি একটি চ্যালেঞ্জ ছিল, যেখানে কোনো ক্রিকেট সিরিজ আয়োজন করা মানে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার যোগ্য।’

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিসিবির বায়োবাবল পরিকল্পনা প্রস্তুত আছে জানিয়ে সুজন বলেন, ‘আমি এই কথা বলতে পেরে সন্তুষ্ট যে সিরিজের জন্য একটি পূর্ণাঙ্গ জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা করা হয়েছে যা অস্ট্রেলিয়া দলের সফরের সময় দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ক্ষেত্রে কার্যকর হবে।’

‘আমরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি রোমাঞ্চকর ও উপভোগ্য সিরিজের অপেক্ষায় মুখিয়ে আছি, দুটি দলই আক্রমণাত্মক ক্রিকেট খেলে এবং দুই দলেই এই ফরম্যাটের মানানসই ক্রিকেটার আছে।’– দুই দলের উপভোগ্য লড়াই কামনা করেন জানান বিসিবির প্রধান নির্বাহী।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মুশফিকের খেলায় আপত্তি, অস্ট্রেলিয়াকে একহাত নিলেন শ্রীনিবাস ও স্টনিয়ার

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ফিঞ্চ

অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ

একই হোটেলে থাকবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া উভয় দল

পিছিয়ে গেল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ