Scores

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ফিল্ডিংয়ে কলিংউড!

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন ২০১৭ সালে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে তো বিদায় জানিয়েছেন আরও আগে, ২০১১ সালে। অথচ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচে কি না ফিল্ডিং করলেন পল কলিংউড!

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ফিল্ডিংয়ে কলিংউড!

না পাঠক, ভুল পড়ছেন না। সাউদাম্পটটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে চোটে জর্জর ইংল্যান্ড দল কলিংউডকেই ফিল্ডিংয়ে নামাতে বাধ্য হয়।

Also Read - সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করলো পিসিবি


চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক এউইন মরগান। একই কারণে ফিল্ডিংয়ে ছিলেন না মার্ক উড ও জফরা আর্চারও। ব্যক্তিগত কারণে এই ম্যাচের একাদশে নেই জো রুট, যদিও তাকেও ফিল্ডিংয়ে নামতে হয়েছে। একটা সময় দেখা গেল, ফিল্ডিংয়ে ১১ জন সাজাতেই হিমশিম খেতে হচ্ছে!

অগত্যা কী আর করার! ইংল্যান্ডের সহকারী কোচ পল কলিংউডকেই খেলোয়াড়দের জার্সি গায়ে চাপিয়ে নামিয়ে দেওয়া হল মাঠে।

মার্ক উড অবশ্য বোলিং করেছেন। হালকা চোট পেয়ে মাঠ থেকে চলে যেতে হয়, তাতে নামেন জফরা আর্চার। ফিল্ডিং করতে গিয়ে তিনিও বাঁধান চোট। যে রুট এই ম্যাচ খেলবেন না বলে মনস্থির করেছিলেন, বাধ্য হয়ে নামতে হয় তাকেও।

শিষ্য ও উত্তরসূরিদের এই যাওয়া-আসায় সওয়ার হয়ে শেষমেশ মাঠে নেমে পড়েন কলিংউডও। যদিও গায়ে ছিল মার্ক উডের ৩৩ নম্বরখচিত জার্সি। কভারের মত গুরুত্বপূর্ণ জায়গায় ফিল্ডিং করেছেন বেশ কিছুক্ষণ। ৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটারের ফিল্ডিং দেখে যেন স্পষ্ট চোখে ভাসছিল তার খেলোয়াড়ি জীবনের কথা। কোচের ভূমিকায় অবতীর্ণ হলেও কলিংউডের ফিটনেস যে এখনো ক্রিকেটারদের মতই!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক