Scores

অস্ট্রেলিয়ার সাথে ব্যবধান কমানোর হাতছানি বাংলাদেশের

বুধবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এ সিরিজে সফরকারীদের সামনে সুযোগ থাকছে রেটিং বাড়ানোর। একইসাথে র‍্যাঙ্কিংয়ের উপরের ধাপে আরোহণ করতে সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার সাথে রেটিং ব্যবধান কমানোরও।

৩ টেস্ট ও ওয়ানডে খেলতে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দল দুটোর অবস্থান
বর্তমান আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১১১ রেটিং নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে কিউইদের চেয়ে ১৮ রেটিং কম নিয়ে তালিকার সপ্তমস্থানে অবস্থান বাংলাদেশের।ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে কেমন হবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দৃশ্যপট?

বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে: আসন্ন সিরিজটি যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিততে সক্ষম হয় সেক্ষেত্রে বাংলাদেশের নামের পাশে ৪ রেটিং যুক্ত হবে। এর ফলে তালিকার উপরে থাকা অস্ট্রেলিয়ার সাথে রেটিং ব্যবধান কমে আসবে তিনে।

Also Read - সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে লড়াই

পক্ষান্তরে ৪ রেটিং পয়েন্ট হারাবে কিউইরা। তবে এতে অবস্থানের পরিবর্তন ঘটবে না বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ডের কারোর-ই।

বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে: স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও রেটিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। সেক্ষেত্রে মাশরাফিদের পাশে যুক্ত হবে ২ রেটিং। যার ফলে ৯৫ রেটিং পয়েন্টের অস্ট্রেলিয়ার সাথে টাইগারদের ব্যবধান কমে আসবে ৫ পয়েন্টে।

এক্ষেত্রে ২ রেটিং হারাবে কিউইরা। এর ফলে তাদের রেটিং কমে দাঁড়াবে ১০৯-এ।

নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জিতলে: সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিলে ব্ল্যাকক্যাপসদের রেটিং বাড়বে না। তবে সিরিজ শুরুর আগে নিজেদের নামের পাশে থাকা ১১১ রেটিং নিয়েই সিরিজ শেষ করতে পারবে দলটি।

অন্যদিকে একই পরিণতি হবে বাংলাদেশেরও। অর্থাৎ ৯৩ রেটিং নিয়ে সেক্ষেত্রে সিরিজ শেষ করবে টাইগাররাও।

নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জিতলে: বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজটিতে বাংলাদেশকে ধবলধোলাই (হোয়াইটওয়াশ) করতে পারলে রেটিং বাড়বে কিউইদের। এক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে থাকায় কিউইদের প্রাপ্তিতে যুক্ত হবে কেবল ১ রেটিং।

পক্ষান্তরে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদে ৩ রেটিং হারাবে সফরকারীরা। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং কমে দাঁড়াবে ৯০ রেটিংয়ে।


আরও পড়ুনঃ সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে লড়াই


Related Articles

নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না সাকিব!

নিউজিল্যান্ডে যেতে পারবেন না বাংলাদেশের সাংবাদিকরা

ওয়াগনারের বিপক্ষে খেলতে পছন্দ করেন না তামিম!

উইলিয়ামসনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তামিমের

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন