Scores

অস্ট্রেলিয়াসহ স্থগিত হওয়া সিরিজগুলো আয়োজন করতে চায় বিসিবি

করোনাভাইরাসের কারণে গত বছর স্থগিত হওয়া সিরিজগুলো আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে বিসিবি। দুই বোর্ডের নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে মাঠে গড়াতে পারে স্থগিত হওয়া সিরিজগুলো।

গত বছর বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। ছবিঃ এএফপি

গত বছর করোনাভাইরাসের কারণে দেশ এবং বিদেশের মাটিতে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছে বাংলাদেশের। স্থগিত সিরিজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। ওই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। এছাড়াও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও দুটি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের।

শুধু তাই নয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সহ কমপক্ষে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনার কারণে সেটি পেছালেও ভবিষ্যতে এই সিরিজগুলো মাঠে গড়াবে কি না সেটি নিয়ে ভাবছে বিসিবি। এমনটাই জানিয়েছেন আকরাম খান।

Also Read - ভাইস ক্যাপ্টেন নিয়ে দুশ্চিন্তা করছে না বিসিবি

“হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদের সময় থাকতে হবে তো। সময় তো নেই। এবছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্লেয়াররা খুবই ব্যস্ত থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই আমাদের নিউজিল্যান্ড যেতে হবে, এরপর শ্রীলঙ্কা। অতএব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে খেলাগুলো আমরা খেলতে পারিনি সেগুলো পুনরায় খেলার চেষ্টা করব। এবং সময়টা গুরুত্বপূর্ণ। সেটা আমাদের জন্য এবং যাদের সঙ্গে খেলব তাদের জন্যও।”

স্থগিত হওয়া সিরিজ বাদে আকরাম খান কথা বলেছেন এই বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তি ইস্যু নিয়ে। গত বছর মার্চে সাদা ও লাল বলের ক্রিকেটের জন্য আলাদা তালিকা তৈরি করেছিল। তবে এ বছর এখন অব্দি কোন আন্তর্জাতিক ম্যাচ মাঠে না গড়ায় আরও দুই-একটি সিরিজ দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি।

“প্রতিবছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরী করি। কিন্তু এবছর যেহেতু আমরা ওই ধরণের পারফরম্যান্স দেখতে পারছি না বিধায় যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুইটা সিরিজ দেখে তারপরে হয়ত আমরা সিদ্ধান্ত নিব। বোর্ডের সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আর্থিক দুর্দশা কাটাতে গাঙ্গুলিকে পাশে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসির কাছে দক্ষিণ আফ্রিকার অভিযোগ

পরিবর্তন এলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে

করোনাভাইরাসের কারণে স্থগিত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ

অস্ট্রেলিয়ায় সিরিজ জেতায় পান্টদের ‘৫’ কোটি রুপি পুরস্কারের ঘোষণা